ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভাল ছবির মাধ্যমেই কামব্যাক করতে চাই -পূর্ণিমা

প্রকাশিত: ০৬:৩৫, ৮ মার্চ ২০১৮

ভাল ছবির মাধ্যমেই কামব্যাক করতে চাই  -পূর্ণিমা

আনন্দকণ্ঠ : উপস্থাপনা দিয়ে কেমন সাড়া পাচ্ছেন? পূর্ণিমা : বেশ ভালই সাড়া পাচ্ছি। ফেসবুক এবং ফোনে বেশ সাড়া পাচ্ছি এবং সবাই প্রশংসা করছেন। যা আমাকে সামনে আরও অগ্রসর হতে অনুপ্রেরণা জোগাচ্ছে। আনন্দকণ্ঠ : গত পাঁচ বছর আপনাকে নতুন কোন ছবিতে দেখা যায়নি। বড়পর্দায় কি আর কখনও দেখা যাবে না? পূর্ণিমা : অবশ্যই দেখা যাবে। ভাল কাজ পাচ্ছি না তাই দেখা যাচ্ছে না। আমি ভাল ছবির মাধ্যমেই কামব্যাক করতে চাই। ভাল কাজের জন্য অপেক্ষা করছি। এতদিন পর আমি চলচ্চিত্রে ফিরব, একটা ভাল কাজ দিয়ে ফিরতে চাইছি। জানি পাঁচ বছর দীর্ঘ সময়; কিন্তু এতদিন কেন কোন ছবিতে অভিনয় করিনি, সেটাও তো দেখতে হবে। আমি বেছে বেছে ভাল কিছু কাজ করতে চাই। আমি যে ধরনের ছবিতে কাজ করতে চাই সেই ধরনের ছবির প্রস্তাব আমার কাছে আসছে না। ভাল কাজ পাচ্ছি না। ভাল গল্প চরিত্র পেলে অবশ্যই কাজ করব। আনন্দকণ্ঠ : ছোটপর্দায় অভিনয়েও কি একই রকম বাছ-বিচার করেন? পূর্ণিমা : নাটক, চলচ্চিত্র যাই বলুন, গল্প নির্মাণ কিংবা শিল্পীদের অভিনয় ভাল না হলে দর্শক তা মনে রাখেন না। এজন্য শুধু চলচ্চিত্র নয়, নাটক, টেলিছবিতেও অভিনয়ে সবসময় গল্প, চরিত্রকে গুরুত্ব দিই। আনন্দকণ্ঠ : ভাল সিনেমা না পাওয়ার কারণেই কি উপস্থাপনা, নাটকে অভিনয় করছেন? পূর্ণিমা : সিনেমা পাই না বলেই উপস্থাপনা, নাটক করছি-ত্রুটি ভুল ধারণা। এখন উপস্থাপনাটা উপভোগ করি। এবং এই কাজটি করতে দর্শক আমাকে উৎসাহিতও করছেন। সবাই প্রশংসা করছেন, সম্মান দিচ্ছেন। তাই বলে হাতে সিনেমা না থাকার কারণে যে এটি করছি, তা নয়। আনন্দকণ্ঠ : বিশ্ব নারী দিবস আজ। নারীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে ‘আইকন লেডি’ হিসেবে উপস্থিত থাকবেন এ প্রসঙ্গে কি বলবেন? পূর্ণিমা : ‘নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারার জন্য বেশ ভাল লাগছে। অনুষ্ঠানের যারা আয়োজক তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি খুব ভাল একটি অনুষ্ঠান হবে।’
×