ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক গৌরি লঙ্কেশ হত্যা ॥ হিন্দুত্ববাদী নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৫, ৪ মার্চ ২০১৮

সাংবাদিক গৌরি লঙ্কেশ হত্যা ॥ হিন্দুত্ববাদী নেতা গ্রেফতার

ভারতের বিশিষ্ট নারী সাংবাদিককে হত্যার ঘটনায় পুলিশ এক হিন্দুত্ববাদী নেতাকে গ্রেফতার করেছে বলে শনিবার জানিয়েছে। আর এ ঘটনায় পুলিশ এই প্রথমবারের মতো কাউকে গ্রেফতার করল। গত বছর এই নারী সাংবাদিককে হত্যার পর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়। খবর সিনহুয়ার। হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির কট্টর সমালোচক সাংবাদিক গৌরি লঙ্কেশকে (৫৫) গত বছরের ৫ সেপ্টেম্বর ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। বন্দুকধারীরা হেলমেট পরা ছিল এবং তারা মোটরসাইকেলে করে এসেছিল। শনিবার পুলিশের এক কর্মকর্তা জানান, হত্যা মামলা তদন্ত করা বিশেষ তদন্ত দল শুক্রবার কেটি নবীন কুমার নামে স্থানীয় এক হিন্দু নেতাকে গ্রেফতার করেছে। লঙ্কেশকে হত্যায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
×