ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ডিএসইর নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক দুই পরিচালক

প্রকাশিত: ০৪:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

ডিএসইর নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক দুই পরিচালক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার নির্বাচনে অংশগ্রহণ করছেন ডিএসইর সাবেক দুই পরিচালক। নির্বাচনে অংশগ্রহণ করতে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই সাবেক পরিচালক আহমেদ ইকবাল হাসান ও মিনহাজ মান্নান ইমন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে ডিমিউচুয়ালাইজেশন বা ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক পরবর্তী পঞ্চম নির্বাচন। এখন পর্যন্ত এ নির্বাচনে ভোটার সংখ্যা ২৬৬। আগামীকাল মঙ্গলবার ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। ডিএসইর সূত্র মতে, ওই দিন নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভীর স্থলাভিষিক্ত হবেন। এর আগে, এই নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিটির প্রধান সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদ। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেনÑ হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুন-উর-রশিদ এবং এম এ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ। গঠিত কমিটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। নির্বাচনের সিডিউল অনুযায়ী, গত ১৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ দিন নির্ধারণ করা হয়েছিল। এই সময়ের মধ্যে ডিএসইতে ১ লাখ টাকা জমার মাধ্যমে এই পত্র সংগ্রহ করা কথা বলে নির্বাচন কমিশন।
×