ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গানের মানুষ অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক আলী হোসেন

প্রকাশিত: ০৭:০১, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

গানের মানুষ অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক আলী হোসেন

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের গজল সম্রাট মেহেদি হাসানের কণ্ঠের ‘ঢাকো যত না নয়নও দু’হাতে বাদলও মেঘ ঘুমাতে দেবে না’ কিংবা বাংলাদেশের বিয়ে উৎসবের ‘হলুদ বাটো মেহেদি বাটো’ গান। হৃদয় ছোঁয়া এমন অসংখ্য গানের সুর স্রষ্টা কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলী হোসেন। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি তিনি উর্দু চলচ্চিত্রেও খ্যাতি ছড়িয়েছেন। তার হাতে আরও সৃষ্টি হয়েছে ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘এ আকাশকে সাক্ষী রেখে’, ‘ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যায়’, ‘আরে ও প্রাণের রাজা’, ‘কে তুমি এলে গো আমার এ জীবনে’ ইত্যাদি গান। কিংবদন্তি এই সঙ্গীত পরিচালক এবার হাজির হচ্ছেন এটিএন বাংলার সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘নোভা প্রেজেন্টস গানের মানুষ’ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আলী হোসেনের সুর করা গান গাইবেন এ প্রজন্মের শিল্পী ও এটিএন তারকা রেজোয়ান এবং মৃদুলা সমাদ্দার। অনুষ্ঠানে শিল্পীদের কণ্ঠে গানের পাশাপাশি উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় আলী হোসেন বলেছেন, হৃদয় ছোঁয়া গানগুলো তৈরির নেপথ্যের গল্প। বলেছেন, তার সঙ্গীত জগতের অনেক ঘটনার কথা। হাসান চৌধুরীর উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবুর পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ শুক্রবার, রাত ৮টায়।
×