ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

উইন্ডিজের বোলিং কোচ আলফনসো

প্রকাশিত: ০৬:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

উইন্ডিজের বোলিং কোচ আলফনসো

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার আলফনসো থমাসকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ২০০৭ সালে ওয়ান্ডারার্সে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের হয়ে একটি মাত্র টি-২০ খেলেছেন থমাস। তবে ইংল্যান্ডে সমারসেটের হয়ে বেশ কয়েক বছর খেলা এ পেসার ইংলিশ কাউন্টি ক্রিকেটে নিজেকে একজন কোচ হিসেবে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন। সীমিত ওভারে একজন বিশেষজ্ঞ ডেথ বোলার হিসেবে পরিচিতি পাওয়া থমাস আলফনসো বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এবং বিগ ব্যাশ লীগে (বিবিএল) খেলেছেন। ক্যারিয়ারে মোট ২৬৩ উইকেট শিকার করে টি-২০ ক্রিকেটে সবচেয়ে সফল বোলারের তালিকায় নবম স্থানে রয়েছেন তিনি। আলফনসো থমাসকে নিয়ে দারুণ আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জিমি এডামস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের পারফর্মেন্সের উন্নতিই আমাদের লক্ষ্য। আমরা জানি এ বছর আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ও টুর্নামেন্ট রয়েছে। তাই আমি নিশ্চিত থমাসকে নিয়োগ এ বছর এমনকি ভবিষ্যত পরিকল্পনায় ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য সহায়ক হবে।’ আগামী মাসে জিম্বাবুইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ।
×