ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চেলসির সঙ্গে ড্র করে এগিয়ে বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০১৮

চেলসির সঙ্গে ড্র করে এগিয়ে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার লিওনেল মেসির কাছে গোল করা ডালভাত। অথচ তিনিই কিনা চেলসির বিরুদ্ধে এতদিন ছিলেন সুপারফ্লপ। এর আগে যতবার ব্লুজদের বিরুদ্ধে খেলেছেন, একবারও গোল পাননি বার্সিলোনার আর্জেন্টাইন তারকা। অবশেষে সেই গেরো খুলতে পেরেছেন সাবেক ফিফা সেরা তারকা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগে ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হয়েছিল স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা। চেলসির মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে কাতালানরা। এরপর মেসির করা গোলে ১-১ ব্যবধানে সমতা নিয়ে লন্ডন ছেড়েছে বার্সা। এতে করে কোয়াট্র্ার ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেছে কাতালানরা। কেননা প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা পাবে আর্নেস্টো ভালভার্ডের দল। এ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে আগামী ১৪ মার্চ নিজেদের মাঠ ন্যুক্যাম্পে ফিরতি লেগ খেলবে বার্সিলোনা। স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে খেলতে নেমে শুরু থেকেই অতিথিদের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে চেলসি। যে কারণে ম্যাচের প্রথম ২০ মিনিট পায়ে বল রাখার সুযোগই পাননি হ্যাজার্ড, উইলিয়ানরা। বল নিজেদের দখলেই রেখে চেলিসকে চাপে রাখে বার্সিলোনা। তাই নিজেদের ঘর সামলাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে স্বাগতিকরা। তবে বার্সার আক্রমণগুলো দক্ষতার সঙ্গে সামাল দেয় চেলসি। প্রথমার্ধে ৭৫ শতাংশ বল দখলে রেখেও গোলের দেখা পায়নি বার্সিলোনা। এ অর্ধে গোল না হওয়ায় বার্সিলোনা যতটানা হতাশ হয়েছে, ততটা আনন্দিত হয়েছে চেলসি। তারপরও প্রথমার্ধে ভাল দু’টি আক্রমণ শানিয়েছিল চেলসি। ৩৩ ও ৪১ মিনিটে ইডেন হ্যাজার্ডের যোগান দেয়া বল উইলিয়ান কাজে লাগাতে ব্যর্থ হন। অবশ্য উইলিয়ানের দোষ না দিয়ে তার ভাগ্যের দোষ দেয়াই ভাল। কারণ ব্রাজিলিয়ান তারকার দু’টি শট দু’বারই গোল পোস্টে লেগে ফিরে আসে। বিরতির পর ঘুরে দাঁড়ায় এ্যান্টোনিও কন্টের শিষ্যরা। এরই ধারাবাহিকতায় ৬২ মিনিটে গোল আদায় করে নেয় চেলসি। এবার ভাগ্যদেবী ফেরায়নি উইলিয়ানকে। কর্নার থেকে বল পেয়ে যান হ্যাজার্ড। সেই বল যোগান দেন উইলিয়ানকে। ডি বক্সের মাথা থেকে নিখুঁত শটে বার্সার জালে বলকে পাঠিয়ে দেন উইলিয়ান (১-০)। অবশ্য এই আনন্দ খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেলসি। ৭৫ মিনিটে এবার ভাগ্যদেবী ফিরে তাকান মেসির দিকে। আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে দারুণ বোঝাপোড়ায় বল পেয়ে চেলসির জালে বল পাঠান মেসি (১-১)। এই গোলে তার দলও যেমন লাভবান হয়েছে, তেমনি ব্লুজদের বিরুদ্ধে গোলের খরাও কাটাতে পেরেছেন মেসি। মূল্যবান এ্যাওয়ে গোল নিজেদের মাঠে বার্সাকে সহায়তা করবে বলে ম্যাচ শেষে বলেন বার্সার উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। তিনি বলেন, দ্বিতীয় লেগে ন্যুক্যাম্পে খেলার জন্য আরও জায়গা পাওয়ার জন্য এটা সহায়ক গোল ছিল। নিজেদের মাঠে আমরা আরও শক্তিশালী এবং এ কারণেই গোল করাটা গুরুত্বপূর্ণ ছিল। এখন তাদের ন্যুক্যাম্পে গোল করার চেষ্টা করতে হবে এবং আমরাও খেলার জন্য আরও জায়গা পাব। তবে ছেড়ে কথা বলছেন না চেলসি কোচ এ্যান্টোনিও কন্টে। বার্সার মাঠ থেকে অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন বুনছেন তিনি। ম্যাচ শেষে চেলসি বস বলেন, আমরা ম্যাচটি জিততে পারতাম। কিন্তু দুর্ভাগ্য সেটা হয়নি। তবে আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেটাই তারা অনুসরণ করেছে। আমি মনে করি, এই ধরনের ম্যাচে আপনার অবশ্যই একটা পরিকল্পনা থাকতে হবে এবং প্রতিপক্ষকে সম্মান করতে হবে। আমাদের পরিকল্পনা খুব ভাল ছিল। খেলোয়াড়দের প্রচেষ্টা ছিল অসাধারণ। আমরা ১-১ ফল নিয়ে কথা বলছি। হয়তো আমাদের আরও বেশি প্রাপ্য ছিল। কন্টে বলেন, বার্সিলোনাকে গোলের সুযোগ সৃষ্টি করতে লড়তে হচ্ছিল। আমরা পরিস্থিতিটা কাজে লাগাতে চেষ্টা করেছি। ভুলে যাবেন না দুইবার আমাদের শট পোস্টে লেগেছে। ভাগ্য সহায় ছিল না। আমরা ১২০ ভাগ দিয়ে খেলেছি। তবে আমাদের ন্যুক্যাম্পে যেয়ে ভাল কিছু করার সামর্থ্য আছে। আশা করছি সফল হতে পারব।
×