ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অভিবাসীরা ‘টাইম বোমা’ অভিযোগ বার্লুসকোনির

প্রকাশিত: ০৭:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০১৮

অভিবাসীরা ‘টাইম বোমা’ অভিযোগ বার্লুসকোনির

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি সে দেশে আশ্রয়গ্রহণকারী ছয় লাখ অবৈধ অভিবাসীকে একটি সামাজিক ‘টাইম বোমা’ হিসেবে অভিহিত করেছেন। সে দেশের নির্বাচনী প্রচারাভিযানে বর্ণ ও সহিংসতা আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার প্রেক্ষিতে বার্লুসকোনির এই অবস্থান বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। টেলিগ্রাফ। তিনবারের প্রধানমন্ত্রী বার্লুসকোনি এর আগে কর ফাঁকি দেয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত হন। বর্তমানে সে দেশে আশ্রয়গ্রহণকারী অভিবাসীদের প্রতি স্থানীয় জনগণের বিরূপ মনোভাবকে কাজে লাগিয়ে তিনি আবার জনগণের ভোট বা সমর্থন লাভের আশায় এ ধরনের উত্তেজক বা আতঙ্ক ছড়ানো বিবৃতি দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। অনেকের মতে অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী দলের সঙ্গে সুর মিলিয়ে বার্লুসকোনির উগ্র জাতীয়তাবাদী বক্তব্য ইতালিতে আরও সহিংসতার জন্ম দেবে। ইতালির অধিবাসীগণ এতদিন যাবত অভিবাসীদের প্রতি সহানুভূতিমূলক মনোভাবে পোষণ করে এসেছে। ভূমধ্যসাগর পার হয়ে আফ্রিকা থেকে আসা শরণার্থীদের তারা নানাভাবে সহায়তা করেছে। কিন্তু সম্প্রতি কোন কোন অভিবাসীর অনৈতিক ও সমাজবিরোধী কর্মকা-ের জন্য ইতালিবাসীর মধ্যে বিরূপ মনোভাবের সৃষ্টি হচ্ছে। অতি সম্প্রতি পামেলা মাল্টো মাস্টো পিয়েত্রো নামে ১৮ বছর বয়সী এক ইতালীয় নারীকে জনৈক নাইজিরিয়ান অভিবাসী নির্মমভাবে হত্যা করে তার অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে পরিত্যক্ত স্থানে ফেলে রাখে। নাইজিরিয়ান এই অভিবাসী অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইতালিবাসীদের মধ্যে অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ও ঘৃণা পুঞ্জিভূত হচ্ছে। এরই ফলশ্রুতিতে গত শনিবার ২৮ বছর বয়স্ক লুকা ট্রেইনি নামের এক ইতালীয় নাগরিক ৬ জন আফ্রিকান অভিবাসীর প্রতি গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন অহত হয়। লুকা ট্রেইনি বর্তমানে কারাগারে রয়েছেন। কিন্তু একা লুকা নয় অনেক ইতালীবাসীর মধ্যে অভিবাসীবিরোধী মনোভাব মাথাচাড়া দিয়ে উঠেছে। অভিবাসীরা ভিক্ষা, চৌর্যবৃত্তি, মাদক ব্যবসা ও পতিতাবৃত্তির মতো জঘন্যপন্থা অর্থ উপার্জনের জন্য বেছে নিয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বার্লুসকোনি ডানপন্থী নেতা ম্যাটিও স্যালভিনির সঙ্গে সহমত পোষণ করে বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছেন।
×