ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ডাল তেল ও মসলার বীজ আমদানি বন্ধে পদক্ষেপ

প্রকাশিত: ০৬:০০, ৭ ফেব্রুয়ারি ২০১৮

ডাল তেল ও মসলার বীজ আমদানি বন্ধে পদক্ষেপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশ থেকে ডাল, তেল ও মসলার বীজ আমদানি বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এজন্য কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্প গ্রহণ করেছে। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানা গেছে। জুলাই ২০১৭ থেকে জুন ২০২২ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। আগামী ২০১৮-১৯ অর্থবছরে প্রকল্পের মূল কার্যক্রম শুরু হওয়া এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ২৫ লাখ ৯২ হাজার টাকা। বাণিজ্যমেলায় ভ্যাট দেয়ার শীর্ষে ওয়ালটন অর্থনৈতিক রিপোর্টার ॥ বরাবরের মতো এবারও ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এ নিয়ে গত ১৩ বছর ধরে দেশের সর্ববৃহৎ এই মেলায় সবচেয়ে বেশি ভ্যাট দেয়ার স্বীকৃতি পেয়ে আসছে ওয়ালটন। শ্রেষ্ঠ ভ্যাটদাতার পাশাপাশি এবারের বাণিজ্যমেলায় প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতেও দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে ওয়ালটন। আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরীতে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন কোম্পানিটির নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান।
×