ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এবার মেমো দিচ্ছে ডেমোক্র্যাটরা

প্রকাশিত: ০৩:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০১৮

এবার মেমো দিচ্ছে ডেমোক্র্যাটরা

মার্কিন কংগ্রেসের ডেমেক্র্যাট সদস্যের করা মেমো প্রকাশের পক্ষে কংগ্রেসের একটি প্যানেল সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। ১০ পৃষ্ঠার ওই মেমোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা থাকবে বলে আশা করা হচ্ছে। সোমবার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ ইন্টেলিজেন্স কমিটি মেমো প্রকাশের আবেদন অনুমোদন করে। এদিকে ট্রাম্পের আইনজীবীরা তাকে বিশেষ কৌসুঁলি মুয়েলারের সামনা সামনি না বসার অনুরোধ জানিয়েছেন। মুয়েলার ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে কাজ করছেন। -বিবিসি হাউস কমিটির অনুমোদনেই ডেমোক্র্যাটদের মেমোটি প্রকাশিত হবে না, প্রয়োজন হবে প্রেসিডেন্টের সম্মতি। এ বিষয়ে সিদ্ধান্ত দিতে ট্রাম্পের জন্য শুক্রবার পর্যন্ত সময় আছে। ডেমোক্র্যাটরা বলছেন, মেমোটিতে গত সপ্তাহে প্রকাশ করা ডেভিন নুনেসের চার পৃষ্ঠার মেমোর জবাব দেয়া হয়েছে। রিপাবলিকান দলীয় নুনেস হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য এ্যাডাম শিফ ইন্টেলিজেন্স কমিটির সোমবারের এ ভোটকে স্বাগত জানিয়েছেন। কমিটিতে থাকা শীর্ষ এ ডেমোক্র্যাটের লেখা মেমোটি প্রকাশে আগেও একবার অনুমোদন চাওয়া হয়েছিল, সেসময় তাতে সায় মেলেনি। শিফ বলেন, ‘বিতর্কিত একটি মেমো প্রকাশ করে এবং ডেমোক্রেটদের প্রতিক্রিয়া প্রকাশে অসম্মতি জানিয়ে তারা নিজেদের অবস্থান বিতর্কিত করেছিল, এ কারণেই সোমবার তারা অনুমোদন দিতে বাধ্য হয়েছে বলে আমার ধারণা।’ তিনি মন্তব্য করেছেন এখন মেমোটি প্রকাশে বাধা দেয়া ট্রাম্প প্রশাসনের জন্য কষ্টসাধ্য হবে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় এফবিআই তার ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্পের এক উপদেষ্টার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চালিয়ে পক্ষপাতদুষ্ট কাজ করেছিল বলে অভিযোগ রিপাবলিকানদের। তার প্রমাণস্বরূপ গত সপ্তাহে একটি মেমো প্রকাশে অনুমোদন দেয় হাউস ইন্টেলিজেন্স কমিটি, শুক্রবার ট্রাম্প সেটি অনুমোদন করেন। হাউস ইন্টিলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেভিন নানসের কর্মচারীদের সংকলিত ওই নথিতে মার্কিন বিচার বিভাগ ও এফবিআইয়ের বিরুদ্ধে ফরেন ইন্টেলিজেন্স সারভেইলেন্স এ্যাক্টের অধীনে ট্রাম্প শিবিরের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কার্টার পেইজের বিরুদ্ধে অন্যায়ভাবে নজরদারি চালানো হয়েছিল বলে দাবি করেছে রিপাবলিকানরা। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে এফবিআই ট্রাম্পের প্রচার শিবিরের ওই উপদেষ্টার বিরুদ্ধে সমন জারি করেছিল। হিলারি শিবিরের আংশিক অর্থায়নে যুক্তরাজ্যের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ট্রাম্পবিরোধী ওই দলিল সাজিয়েছিলেন। মার্কিন জনগণকে গোয়েন্দা সংস্থার আইনী অপব্যবহার সম্বন্ধে জানাতেই গোপন তথ্য সংবলিত মেমোটি প্রকাশ করা হয় বলে সেসময় রিপাবলিকানরা জানিয়েছিল; এফবিআই, মার্কিন বিচার বিভাগ ও ডেমোক্র্যাট সাংসদরা এ কর্মকা-ের বিরোধিতাও করে। ওই নথির পাল্টা হিসেবেই এ সপ্তাহে শিফের লেখা মেমোটি প্রকাশে অনুমতি চাওয়া হয়। ইন্টেলিজেন্স কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে যাতে অনুমোদন দেন। সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার এক চিঠিতে লিখেছেন ট্রাম্প যদি মেমো প্রকাশের অনুমতি না দেন তবে তা সঠিক কাজ হবে না। রিপাবলিকান নথিকে ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপবিষয়ক বিচার বিভাগীয় তদন্ত আটকানোর চেষ্টা না করার জন্য তিনি ট্রাম্পের প্রতি অনুরোধ করেছেন। ডেমোক্র্যাট মেমো প্রকাশে ট্রাম্প অনুমোদন দেবেন বলে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে। যদিও কমিটির ভোটের পর সোমবারই মেমোটির লেখক শিফকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ট্রাম্প। রিপাবলিকান মেমোটি রাশিয়াবিষয়ক অভিযোগ থেকে ট্রাম্পকে এক রকম রেহাই দিয়েছে। এদিকে তার আইনজীবীরা তাকে মুয়েলারের তদন্ত কমিটিতে সাক্ষ্য না দেয়ার অনুরোধ করেছেন। এ বিষয়ে মুয়েলারের আদৌ তদন্ত চালানোর আইনী বৈধতা রয়েছে কী না সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।
×