ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তবে ১৫ ফেব্রুয়ারি প্রথম টি২০ খেলা নিয়ে আছে অনিশ্চয়তাও

টি২০ খেলতে চান সাকিব

প্রকাশিত: ০৬:৪১, ৬ ফেব্রুয়ারি ২০১৮

টি২০ খেলতে চান সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ কারণে তাকে নিয়ে লেখা হয়েছে বই। কিন্তু এবার একুশে বই মেলায় সাকিবের নিজের লেখা বই ‘হালুম’ পার্ল পাবলিকেশন্স থেকে বের হয়েছে। শিশুতোষ এ বইটির প্রচারে এখন সাকিব বইমেলাতেই সময় দিচ্ছেন। অথচ জাতীয় দল ব্যস্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। সাকিব দলের সঙ্গে নেই, কারণ তিনি ইনজুরিতে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে মারাত্মক আঘাত পেয়েছিলেন, সেখানে এখন তিনটি সেলাই। ফলে সিরিজের প্রথম টেস্টেই খেলা হয়নি, দ্বিতীয় টেস্টেও নেই তিনি। এরপর দুই ম্যাচের টি২০ সিরিজ যার প্রথমটি ১৫ ফেব্রুয়ারি। সেই ম্যাচেও খেলা অনিশ্চিত টেস্ট ও টি২০ দলের অধিনায়ক সাকিবের। কারণ, সেলাই খোলা হবে ১০ ফেব্রুয়ারির পর এবং এরপর সুস্থ হতে আরও ৩/৪ দিন লাগবে। কিন্তু সোমবার ইয়ন্ডার মিউজিক এ্যাপের উদ্বোধন করার সময় সাকিব জানান তিনি টি২০ খেলতে চান। ইয়ন্ডার মিউজিক এ্যাপের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হয়েছেন সাকিব। সোমবার সকালে এই এ্যাপটির উদ্বোধন করেন তিনি। এ সময় সাকিব বলেন, ‘ঢাকা টেস্টের তৃতীয় দিন (১০ ফেব্রুয়ারি) আমার হাতের ব্যান্ডেজ খোলা ও সেলাই কাটা হবে। তাৎক্ষণিকভাবে তখনই বলা যাবে না আমি খেলতে পারব কি না। ২/৩ দিন পর যদি বুঝি খেলার অবস্থা আছে তাহলে প্রথম টি২০ ম্যাচেই খেলতে চাই।’ তার কথাতেই স্পষ্ট হয়ে গেছে ১৫ ফেব্রুয়ারি তিনি প্রথম টি২০ খেলবেন কি না- তা জানতে অন্তত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে টিম ম্যানেজমেন্টের আশা যেহেতু ফ্র্যাকচার নেই, শুধু বাঁ-হাতের কনিষ্ঠ আঙুল ফেটে গেছে, তাই ঘা শুকিয়ে গেলেই সাকিব খেলতে পারবেন। টেস্টে এবার অধিনায়ক হিসেবে আবার প্রত্যাবর্তনের সিরিজ ছিল সাকিবের। গত ডিসেম্বরে আবার তাকে অধিনায়ক মনোনীত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১১ সালে অধিনায়কত্ব হারিয়ে ছিলেন। ৬ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে সেই নতুন শুরুটা আর হলো না। ইনজুরির কারণে প্রথম টেস্টে বাইরে থাকলেন। দ্বিতীয় টেস্টের দলেও নেই তিনি। তাই নিজের লেখা শিশুতোষ বই নিয়ে তিনি বইমেলায় সোমবার বিকেলে সময় কাটিয়েছেন মোড়ক উন্মোচন করতে। সাকিব গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট খেলেননি, নিয়েছিলেন ছুটি। এবারও টেস্ট খেলা হলো না। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই ২ ম্যাচের টি২০ সিরিজ। ১৫ ও ১৭ ফেব্রুয়ারি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার বিষয়ে বলেন, ‘দ্রুতই সেরে উঠছে সাকিব। তবে ওকে যে শৈল্যবিদ দেখছেন, তিনি ভারতে গেছেন ছুটি কাটাতে। ১০ তারিখে তার ফেরার কথা। তিনি যদি দেখেন ঘা শুকিয়ে গেছে আর ব্যান্ডেজের প্রয়োজন না হয় সেক্ষেত্রে ১০ তারিখের পর তিন-চার দিন লাগতে পারে সাকিবের ফিরতে।’ ব্যান্ডেজ খোলার পর আড়ষ্টতা কাটানোর জন্য পুনর্বাসনে কয়েকদিন সময় দিতে হবে। ১৪ ফেব্রুয়ারির আগে তাই পুরোপুরি ঠিকঠাক হওয়ার সম্ভাবনা কমই। বাঁহাতি এ অলরাউন্ডারের চোট বাঁ হাতেরই কনিষ্ঠ আঙ্গুলে। তাই ব্যাটিং- বোলিং দুই ক্ষেত্রেই সাবলীল স্বাচ্ছন্দ্য বোধ করা মুশকিল। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টি২০ ১৫ ফেব্রুয়ারি। এ কারণে প্রথম টি২০ ম্যাচেই অধিনায়ক সাকিব খেলবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। আর দেশসেরা ক্রিকেটারকে নিয়ে কোন ঝুঁকির মধ্যে যেতে চায় না বিসিবি। এ বিষয়ে দেবাশীষ আরও বলেন, ‘সবকিছু নির্ভর করছে ওর সেরে ওঠার ওপর। আমরা কোন ঝুঁকি নেব না। ওকে জোর করব না। পুরো সেরে উঠলেই সে খেলবে।’
×