ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওয়ানডে দলে বিতর্কিত স্টোকস

প্রকাশিত: ০৬:৩২, ৩ ফেব্রুয়ারি ২০১৮

ওয়ানডে দলে  বিতর্কিত স্টোকস

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী ইংল্যান্ড। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে রাখা হয়েছে বিতর্কিত বেন স্টোকসকেও। মূলত তাকে দলে নেয়ার ক্ষেত্রে আদালতের কোন নিষেধাজ্ঞা না থাকায় এটা সম্ভব হয়েছে। গেল বছরের সেপ্টেম্বরে মাঝরাতে বিস্টলের একটি নাইটক্লাবের বাইরের রাস্তায় মারামারির ঘটনায় ১৩ ফেব্রুয়ারি হাজিরা দেবেন স্টোকস। এরপর নিউজিল্যান্ডে যাবেন। ২০১৭ সালের সেপ্টেম্বরের ওই ঘটনার পর থেকে ইংল্যান্ড দলের বাইরে আছেন স্টোকস। তবে গত মাস থেকে তিনি দলে সুযোগ পেতে উন্মুক্ত ছিলেন। ওই ঘটনার রেশ ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ্যাশেজ সিরিজে রাখা হয়নি তাকে। খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজেও। তবে সে সময় নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলেন স্টোকস। সদ্য সমাপ্ত আইপিএলের নিলামেও দল পেয়েছেন তিনি। স্টোকসকে ১.৩৮ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। নিউজিল্যান্ডে ওয়ানডে ও টেস্টের আগে ইয়ন মরগানের দল এখন টি২০ সিরিজ খেলছে, যেখানে অপর দল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ওয়ানডে দল ॥ ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), টম কুরান, এ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
×