ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত

প্রকাশিত: ০৭:২৯, ২ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩২৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৪২ কোটি ৮১ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭২ কোটি ২৭ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭, কমেছে ১৫১ আর অপরিবর্তিত রয়েছে ৪৮ কোম্পানির শেয়ার দর। বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা স্টক একচেঞ্জের ব্রোকারেজ এ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক বলেন, রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে এমন গুজব ছড়িয়ে পতনকে ত্বরান্তিত করা হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা সত্ত্বেও একটি পক্ষ বাজারে পেনিক তৈরি করছে, বিনিয়োগকারীদের তাদের থেকে সতর্ক থাকার পরামর্শ থাকতে হবে। অল্প দামে অনেকেই শেয়ার কেনার জন্য বসে রয়েছে তাদের কোনভাবেই সুযোগ দেয়া যাবে না। নিজের পুঁজি নিজেদেরই রক্ষা করতে হবে। খুব অল্প সময়েই বাজার ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী তিনি। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হলেও ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ গ্রামীণফোন, মুন্নু সিরামিক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল টিউব ও ফার্মা এইড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ মুন্নু সিরামিক, ঢাকা ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুবিক্যান্ট, ফু-ওয়াং সিরামিক, আইসিবি এমপ্লয়ীজ মিউচ্যুয়াল ফান্ড, উসমানিয়া গ্লাস, মুন্নু জুট স্টাফলার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও লিগ্যাসি ফুটওয়্যার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ এপেক্স ট্যানারি, সালভো কেমিক্যাল, আইসিবি এমএল মিউচুয়াল ফান্ড, শাহজীবাজার পাওয়ার, আইসিবি সোনালি মিউচুয়াল ফান্ড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, রহিমা ফুড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও প্যাসিফিক ডেনিম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬১০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯, কমেছে ১২৮ এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, প্রিমিয়ার সিমেন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশন ও বেক্সিমকো।
×