ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচ প্রতিষ্ঠানকে দেয়া হবে সম্মাননা

প্রকাশিত: ০৪:৪৬, ২৬ জানুয়ারি ২০১৮

সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচ প্রতিষ্ঠানকে দেয়া হবে সম্মাননা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রাজস্ব প্রদানকারীদের ন্যায্য ব্যবসা-বাণিজ্যে উৎসাহিত করতে ২০১৭ সালে মোংলা কাস্টম হাউসে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ শুক্রবার খুলনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) খুলনা-মোংলা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হবে। বৃহস্পতিবার সকালে খালিশপুরস্থ মোংলা কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মোংলা কাস্টম হাউসের কমিশনার মারগূব আহমদ। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি জানান, খুলনাতে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচী অনুযায়ী আজ সকাল সোয়া আটটায় খালিশপুরস্থ মোংলা কাস্টম হাউস থেকে নগরীর শিববাড়ী মোড় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। এছাড়া সকাল ১০টায় হোটেল টাইগার গার্ডেনের হল রুমে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক। তিনি আরও জানান, আলোচনা অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যে উৎসাহিত করতে প্রথম বারের মতো ২০১৭ সালে মোংলা কাস্টম হাউসে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। প্রতিষ্ঠানগুলো হলো- এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কার সিলেকশন, শুন শিং এডিবল অয়েল লিমিটেড, দি অটোস এবং বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড। মোংলা কাস্টম হাউসের কমিশনার বলেন, কাস্টমস শুধু রাজস্ব আদায় করে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশও সৃষ্টি করে। দেশকে এগিয়ে নিতে কাস্টমসের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্যের বাণিজ্য বন্ধ করা, সঠিক গুণগত মানসম্পন্ন পণ্যের খালাস, বাণিজ্যবান্ধব শুল্ক প্রশাসন, আধুনিক শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা, ন্যায়ানুগ বাণিজ্যিক প্রণোদনা প্রদান, বাজার ব্যবস্থাপনায় ভারসাস্য আনয়নের মাধ্যমে কাস্টমস বাণিজ্যের জন্য কাক্সিক্ষত নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। খুলনা-মোংলা আঞ্চলিক কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার কে এম অহিদুল আলম, মোংলা কাস্টমসের অতিরিক্ত কমিশনার আশরাফুল ইসলাম প্রমুখ।
×