ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পেন্সের সঙ্গে বৈঠক ॥ জেরুজালেম প্রশ্নে আপত্তি সিসির

প্রকাশিত: ০৪:২৮, ২২ জানুয়ারি ২০১৮

পেন্সের সঙ্গে বৈঠক ॥ জেরুজালেম প্রশ্নে আপত্তি সিসির

ইসরাইল ও ফিলিস্তিনীরা সম্মত হলে যুক্তরাষ্ট্র দ্বিরাষ্ট্রীয় সমাধানে সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির ভাইস- প্রেসিডেন্ট মাইক পেন্স। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আরব মিত্র মিসরকে আশ্বস্ত করতে শনিবার প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিকে তিনি এসব কথা বলেন। খবর ইয়াহু অনলাইনের জর্দান, ইসরাইল ও মিসরে ত্রি-দেশীয় সফরে বের হয়েছেন মাইক পেন্স। গেল বছরের ডিসেম্বরের পর এটাই প্রথম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ-পর্যায়ের কোন নেতার সফর। গত ৬ ডিসেম্বর কয়েক দশকের যুক্তরাষ্ট্রের নীতি ভেঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এছাড়া তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ারও নির্দেশ দেন। সিসিসহ আরব নেতারা তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। সিসির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের পেন্স বলেন, ‘সিসির কথা মনোযোগ দিয়ে শুনেছি।’ ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট সিসির আপত্তিকে পেন্স বন্ধুদের মধ্যে মতানৈক্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি সিসিকে আশ্বস্ত করেছি, জেরুজালেমের পবিত্র স্থানের মর্যাদা অক্ষুণœ থাকবে। দুই দেশের সীমান্ত নিয়ে এখনও চূড়ান্ত কোন প্রস্তাব আসেনি। আমার ধারণা, এই বার্তা তাকে সাহস জুগিয়েছে।’ মিসরের প্রেসিডেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সিসি বলেছেন, আলোচনার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই কেবল সংঘাত বন্ধ করতে পারবে। এমন উদ্যোগকে সমর্থন দিতে মিসরের চেষ্টায় কোন কমতি থাকবে না। ২০১৩ সাল থেকে মিসরের কারাগারে আটক দুই আমেরিকান নাগরিকের বিষয়ে সিসির সঙ্গে কথা হয়েছে বলে জানান মার্কিন ভাইস-প্রেসিডেন্ট।
×