ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখনও অজপাড়া গাঁ কালকিনি পৌরসভা

প্রকাশিত: ০৫:১৫, ২০ জানুয়ারি ২০১৮

এখনও অজপাড়া গাঁ কালকিনি পৌরসভা

স্টাফ রিপোর্টার ॥ নামেই প্রথম শ্রেণীর পৌরসভা। বাস্তবে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত মাদারীপুরের কালকিনি পৌরবাসী। অপর্যাপ্ত বিশুদ্ধ পানি, পাকা রাস্তা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সব মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পৌরসভার কার্যক্রম। দুই দশক আগে স্বীকৃতি পাওয়া মাদারীপুরের কালিকিনি পৌরসভা প্রথম শ্রেণীর মর্যাদা পায় দুই বছর আগে। তবে উন্নয়নের ছোঁয়া লাগেনি খুব একটা। রাস্তা-ঘাট খানা খন্দে ভরা। পৌরসভায় ১৬০ কিলোমিটার রাস্তা পাকা হওয়ার কথা থাকলেও, রয়েছে মাত্র ৪৪ কিলোমিটার। ফলে কী শীত কী বর্ষা দুর্ভোগই যেন নিয়তি পৌরবাসীর। নেই পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থায়ও। ১০ কিলোমিটারের মধ্যে মাত্র ৫ শতাংশ এলাকায় আছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। আর পানি পাচ্ছেন মাত্র ৩০ শতাংশ পরিবার। প্রায় ৫০ হাজার ভোটারের এই পৌরসভায়, ৩০ কিলোমিটার রাস্তার মাত্র ৬ কিলোমিটারে আছে সড়ক বাতি। রাত নামার সঙ্গে সঙ্গেই বাকি রাস্তায় নেমে আসে ভৌতিক পরিবেশ। নানা সীমাবদ্ধতার কথা বললেন পৌরপিতা। জানালেন, সমস্যা সমাধানে বিভিন্ন মন্ত্রণালয়ে ধরণা দিলেও কাজ হচ্ছে না কিছুই। মাদারীপুরে আয়তনে সবচেয়ে বড় হলেও সব মিলিয়ে এখনও যেনো এক অজোপাড়া গাঁ কালকিনি পৌরসভা।
×