ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে আফ্রিকার ৫৫ দেশের রাষ্ট্রদূতদের জরুরী বৈঠক

ট্রাম্পের বর্ণবাদী মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি

প্রকাশিত: ০৪:০৪, ১৪ জানুয়ারি ২০১৮

ট্রাম্পের বর্ণবাদী মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার অভিবাসন নীতি প্রশ্নে আফ্রিকান দেশ ও জাতি গোষ্ঠীকে ‘নোংরা’ জাতি বলে যে ঘৃণাপূর্ণ শব্দ ব্যবহার করেছেন তার জন্য অপমানিত ও ক্ষুব্ধ আফ্রিকান দেশগুলো ট্রাম্পের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। খবর এএফপি/ওয়াশিংটন পোস্ট। ট্রাম্পের মন্তব্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতিসংঘে নিযুক্ত আফ্রিকার ৫৫টি দেশের রাষ্ট্রদূতগণ এক জরুরী অধিবেশনে এই দাবি জানান। এই বৈঠকে সম্মিলিতভাবে অভিমত প্রকাশ করা হয়, আফ্রিকা ও এই মহাদেশের জাতিভুক্ত মানুষের সুনাম ক্ষুণœ করার লক্ষ্যে মার্কিন প্রশাসনের চলমান ও ক্রমবর্ধমান প্রবণতা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। আফ্রিকান রাষ্ট্রদূতদের পক্ষ থেকে আরও বলা হয় যে, গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য সম্পর্কে যে বিস্তারিত তথ্য এসেছে তাতে এটি বর্ণ বিদ্বেষপ্রসূত, তীব্র ঘৃণা ও বিদেশী জনগোষ্ঠী সম্পর্কে তার অমূলক ভীতির প্রকাশ বলে মনে হয়েছে। তাই তারা প্রেসিডেন্টের এই বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে তা প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানায়। সেই সঙ্গে অধিবেশনের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের যারা তাৎক্ষণিক নিন্দা ও সমালোচনা করেছে তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। চার ঘণ্টাব্যাপী আলোচনার পর আফ্রিকান রাষ্ট্রদূতগণ সর্বসম্মতভাবে এই প্রস্তাব গ্রহণ করেন। এই প্রসঙ্গে একজন রাষ্ট্রদূত বলেন, এই প্রথমবারের মতো আমরা একটি বিষয় নিয়ে মতৈক্যে পৌঁছলাম। উল্লেখ্য, বৃহস্পতিবার হোয়াইাট হাউসে অনুষ্ঠিত বৈঠকে সিনেটর ও অন্যান্য কংগ্রেস সদস্যরা হাইতি ও এল সালভাদর থেকে আগত অভিবাসীদের আইনগত সুরক্ষা নিয়ে কথা বলছিলেন তখন ট্রাম্প আফ্রিকান বংশোদ্ভূত এসব নোংরা লোকদের আশ্রয় না দিয়ে নরওয়ের মতো সম্পদশালী দেশের শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মানুষদের কেন বেশি করে আশ্রয় দেয়া হচ্ছে না সে প্রশ্ন তোলেন।
×