ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কুইয়ং ক্ল্যাসিকের শিরোপা বেনচিচের

প্রকাশিত: ০৫:১৯, ১৩ জানুয়ারি ২০১৮

কুইয়ং ক্ল্যাসিকের শিরোপা বেনচিচের

স্পোর্টস রিপোর্টার ॥ মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে সোমবার। সেখানে নামার আগে মেলবোর্নের মাটিতেই দারুণ এক সাফল্য পেয়েছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা বেলিন্ডা বেনচিচ। শিরোপা জিতেছেন তিনি কুইয়ং ওপেনে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে তিনি আন্দ্রেয়া পেটকোভিচকে ৩-৬, ৬-৪ ও ১০-৪ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। আর পুরুষ এককের শিরোপা জিতেছেন স্প্যানিশ তারকা পাবলো ক্যারেনো বুস্তা। শুক্রবার ফাইনালে ছিল বৃষ্টির দাপট। এর মধ্যে পেটকোভিচের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন বেনচিচ। তবে এরপরও ম্যাচ শেষ হয়েছে ৯০ মিনিটের আগেই। প্রথম সেটেই হেরে গিয়েছিলেন বেনচিচ। দ্বিতীয় সেটটি জিতে সমতায় আসলেও ফল নির্ধারণী তৃতীয় সেট দীর্ঘ হয়েছে। শেষ পর্যন্ত টাইব্রেকে ১০-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করেন বেনচিচ। স্টেডিয়ামের পিএ সিস্টেমে দারুণ সব মিউজিক বেজেছে। আর সেটার সঙ্গে নেচেছেনও পেটকোভিচ। জার্মান এ তারকা হারের পর বলেন, ‘এটা খুব ভাল দিন ছিল না। কিন্তু আমরা লেগে ছিলাম লড়াইয়ে। সম্ভবত আমার নাচটা খেলার পারফর্মেন্সের চেয়ে ভাল ছিল।’ অপরদিকে বেনচিচ সম্প্রতি মিশ্র দলগত টুর্নামেন্ট হপম্যান কাপের শিরোপা জেতার পর এবার কুইয়ং ক্ল্যাসিক জিতে দারুণ খুশি। তিনি বলেন, ‘অনেকগুলো ম্যাচ খেললাম। অস্ট্রেলিয়ান ওপেনের আগে ম্যাচ খেলার সুযোগ পেয়ে আমি সন্তুষ্ট। বৃষ্টির কারণে আজকের দিনটি বেশ কঠিন ছিল। কিন্তু আমরা খেলায় মনোযোগী ছিলাম এবং এখন আমি অনেক খুশি।’ পুরুষদের বিভাগে ম্যাথিউ এবডেনকে ৬-৭ (৬-৮), ৬-৪, ৬-২ সেটে হারিয়ে শিরোপা জেতেন স্প্যানিশ তারকা বুস্তা।
×