ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর-মাগুরা সড়ক বেহাল ॥ দ্রুত মেরামত দাবি

প্রকাশিত: ০৪:২১, ১৩ জানুয়ারি ২০১৮

যশোর-মাগুরা সড়ক বেহাল ॥ দ্রুত মেরামত দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সংস্কারের অভাবে মরণ-ফাঁদে পরিণত হয়েছে যশোর-মাগুরা মহাসড়ক। বেহাল সড়কের কারণে প্রতিনিয়নতই বাড়ছে দুর্ঘটনা আর প্রাণহানির ঘটনা। স্থানীয়দের দাবি, বাববার মেরামতের জন্য বলা হলেও মেলেনি সুফল। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, দ্রুতই এ সড়ক মেরামত করা হবে। যশোর-মাগুরা মহাসড়ক গুরুত্বপূর্ণ। এই পথ দিয়ে চলাচল করে ঢাকাসহ জেলার দূরপাল্লার যানবাহন। মহাসড়কটির যশোরাংশের অবস্থা নাজুক। কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও খানা-খন্দকে ভরা। সারা বছরই সংস্কারের নামে খানা-খন্দ ভরাটের চেষ্টা করা হলেও ভারি বৃষ্টি হলেই পূর্বের অবস্থায় ফিরে যায়। আর শুষ্ক মৌসুমে ধুলার প্রকোপতো আছেই। সংস্কারের নামে সড়কের উপর আস্তা ইট ফেলায় জনভোগান্তি আরও চরমে ওঠে। বর্তমান ব্যস্ততম এ মহাসড়কটিতে যশোর থেকে সীমাখালি ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় পৌঁছেছে। যশোর থেকে সীমাখালি পর্যন্ত যানবহন চলছে হেলেদুলে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, এই রোডের যে অবস্থা আমরা এর পাশে থাকতে পারছি না। এত পরিমাণ ধুলা যে এক মিনিট রাস্তার পাশে থাকলে তাকে আর চেনার উপায় থাকে না। যশোর মাগুরা রোডের গা ঘেঁষে শহীদ সিরাজ উদ্দিন কলেজ। কলেজর শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, আমাদের যেন ভোগান্তির অন্ত নেই। বৃষ্টি হলে কাঁদা-পানি মাখতে হয়। আর শুষ্ক মৌসুমে ধুলার কবলে পড়তে হয়। এর থেকে আমরা পরিত্রাণ চাই।গাড়িচালক হাবিবুর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, এই রোড দিয়ে খালি গাড়িই চালানো যায় না। আর লোড গাড়ি নিয়ে যেতে গেলে অনেক কষ্ট হয়।
×