ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট হামলা মামলায় পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

প্রকাশিত: ০৮:০০, ১১ জানুয়ারি ২০১৮

২১ আগস্ট হামলা মামলায় পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। পলাতক আরও চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে যুক্তিতর্ক পেশ করেন। এছাড়া আসামি আবদুস সালাম পিন্টুর উন্নত চিকিৎসা সংক্রান্ত আনা একটি আবেদন বিষয়ে আজ বৃহস্পতিবার শুনানি ও সিদ্ধান্ত জানানোর কথা জানান আদালত। আজ বৃহস্পতিবার পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ প্রদান করেন। পলাতক আসামিদের পক্ষে বুধবার চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক পেশ করা হয়। যুক্তিতর্কের ২৯তম দিনে বুধবার পলাতক আসামি মাওলানা লিটন ওরফে জুবায়েরের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোঃ আবদুল বাতেন, পলাতক আসামি মুফতি সফিকুর রহমানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মাজহারুল কুদ্দুস, পলাতক আসামি মোঃ ইকবালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুহাম্মদ মাহবুবুল আলম ও পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আশরাফুল আলম যুক্তিতর্ক পেশ শেষ করেন। অপরদিকে আটক আসামি মুন্সি মুহিবুল্লাহ ওরফে অভির পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন তার আইনজীবী সাইফুর রশিদ সবুজ।
×