ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

অনুরাগ কাশ্যপের প্রেমের সিনেমা মুক্কাবাজ

প্রকাশিত: ০৬:৪৩, ১১ জানুয়ারি ২০১৮

অনুরাগ কাশ্যপের প্রেমের সিনেমা মুক্কাবাজ

অনুরাগ কাশ্যপকে সবাই বলিউডের ভিন্ন ধারার চলচ্চিত নির্মাতা হিসেবে চেনে। ‘দেবডি’, ‘গ্যাস অব ওয়াসেপুর’, ‘ উড়লি’র মতো সাড়া জাগানো আলোচিত সিনেমার নির্মাতা তিনি। বলিউডের গতানুগতিক ধারার বাণিজ্যিক সিনেমার ভিড়ে তার নির্মিত ছবিগুলোকে খুব সহজেই আলাদা করা যায়। সমাজবাস্তবতার আলোকে সেলুলয়েড ভিন্ন কিছু তুলে ধরাই যেন তার কাজ। বয়স খুব বেশি না হলেও একজন গুণী চিত্র নির্মাতা হিসেবে অনুরাগের খ্যাতিও পরিচিতি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত কিংবা প্রযোজিত সিনেমা প্রদর্শিত হওয়ার সুবাদে এখন সবাই তাকে আলাদাভাবে চেনে। কষ্টকল্পিত কোন ঘটনা কিংবা বিষয়বস্তু নিয়ে নয় শহর-গ্রাম-প্রত্যন্ত মফস্বল এলাকায় নিত্যদিনের ঘটনাচিত্র অকপটে তুলে ধরেন তিনি নির্মিত ছবিতে। এ কারণেই অনুরাগ কাশ্যপ পরিচালিত কিংবা প্রযোজিত ছবি হলেই দর্শক সমালোচক একটু নড়েচড়ে বসেন ভিন্ন কিছু দেখার প্রত্যাশায়। বলিউডের নামী-দামী সুপারস্টার অভিনেতা-অভিনেত্রীদের সাধারণত তার ছবিগুলোতে দেখা যায় না। অপেক্ষাকৃত কম পরিচিত তবে মেধাবী শিল্পী-কলাকুশলী নিয়ে কাজ করেন এই গুণী চিত্র নির্মাতা। অনুরাগ কাশ্যপ পরিচালিত নতুন সিনেমা ‘মুক্কাবাজ’ মুক্তি পাবে এ সপ্তাহে। প্রচলিত অর্থে বলিউডের কোন পরিচিত নামী-দামী তারকা শিল্পী নেই আলোচ্য ছবিটিতে। কিন্তু তার পরেও মুক্তির আগেই ‘মুক্কাবাজ’ ছবিটি নিয়ে আলোচনা জমে উঠেছে বেশ। এ ছবির বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ভিনেত কুমার সিং, জয়া হুসেইন, রবি কিষান, জিমি শেরগিল প্রমুখ। ২০১৭ সালে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদশির্ত হয়ে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। একজন নিম্নবর্ণের বক্সার শ্রাবণ একটি জিমে নিয়মিত প্রশিক্ষণ নেয়। ওই জিমটি স্থানীয় ডন ভগবান দাশ মিশ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বক্সার শ্রাবণ ডন মিশ্রের বাগ্প্রতিবন্ধী ভাগ্নি সুনয়নার প্রেমে পড়ে। শ্রাবণ সুনয়নাকে একান্ত আপন করে পেতে চায়। তাকে বিয়ের সিদ্ধান্ত নেয় শ্রাবণ। সুনয়নার সঙ্গে নিম্নমর্ণের শ্রাবণের সম্পর্ক মেনে নিতে পারে না। শ্রাবণ তার ভালবাসার নারী সুনয়নাকে যে কোন মূল্যে জয়ের লক্ষ্যে চ্যালেঞ্জের মোকাবেলা করে জয়ী হয়। তেমন একটি প্রেমের গল্পে একজন সাধারণ বক্সারের জীবন সংগ্রাম, সংঘাত সবই তুলে ধরা হয়েছে। ‘মুক্কাবাজ’ ছবির গল্পের আইডিয়া এ ছবির নায়ক শ্রাবণ চরিত্রে রূপদানকারী ভিনেত কুমার সিংয়ের। দেশের বিভিন্ন এলাকায় তার দেখা ব্যর্থ ক্রীড়াবিদদের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তিনি গল্পটি সাজিয়েছেন। এ গল্পটি নিয়ে তিনি এর আগে আরও অনেক চিত্র নির্মাতার কাছে গেছেন। গল্পটি চিত্রায়নের ক্ষেত্রে ভিনেতের শর্ত ছিল ছবিতে নায়ক চরিত্রে তিনিই অভিনয় করবেন। তাকে সে সুযোগ দিতে হবে। এমন শর্তে কেউ রাজি না হওয়ায় দীর্ঘদিনেও ছবিটি নির্মিত হয়নি। ভিনেত অনুরাগ কাশ্যপের ‘গ্যাংম অব ওয়াসেপুর,’ ‘বোম্বে টকিজ,’ ‘উগলি’ ছবিতে কাজ করেছেন। সেই সুবাদে তার সম্পর্কে অবহিত ছিলেন অনুরাগ। ভিনেতকে সেই গল্পের চিত্রনাট্য তৈরি করতে বলেন তিনি। চিত্রনাট্য দেখে অনুরাগের সঙ্গে ১৯৭৬ সালে নির্মিত সঞ্জয় দত্ত অভিনীত ‘রকি’ ছবির অনেক মিল খুঁজে পান। সেই চিত্রনাট্যে কিছু ঘষামাজা করে নতুনভাবে তৈরি করা হয়। ‘মুক্কাবাজ’ ছবির জন্য প্রধান অভিনেতা ভিনেত কুমার সিং পেশাদার বক্সারের মতো কোচের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। তবে প্রশিক্ষণ নেয়ার সময় তিনি কোনভাবেই প্রকাশ করেননি সিনেমায় অভিনয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। ‘মুক্কাবাজ’ ছবির নায়িকা সুনয়নার ভূমিকায় অভিনয় করেছেন দিল্লীর মঞ্চ অভিনেত্রী জয়া হুসেইন। ‘মুক্কাবাজ’ ছবির মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক হচ্ছে। এ ছবিতে অভিনয়ের আগে ‘থ্রি এন্ড হাফ টেকস’ ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় করে ‘সন্তুষ্ট হয়ে অনুরাগ কাশ্যপ তাকে নিজের সিনেমায় কাস্ট করতে উৎসাহী হন। একজন বোবা তরুণীর ভূমিকায় অভিনয় করাটা জয়ার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। জয়া হুসেইন ‘মুক্কাবাজ’ ছবিতে অভিনয়ের সুবাদে অনেক দর্শকের মনোযোগ আকর্ষণে সক্ষম হবেন বলে ধারণা করা যায়। এ ছবিতে বর্ণপ্রথার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। বর্ণপ্রথার দোহাই দিয়ে প্রচলিত সমাজ ব্যবস্থায় অন্যায়, অনিয়ম, যথেচ্ছাচার অপরাধমূলক কর্মকা- চালাচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী মানুষ। এটা জোরালোভাবে তুলে ধরা হয়েছে ‘মুক্কাবাজ’ ছবিতে। রোমান্টিক মেলোড্রামার পাশাপাশি বক্সিং রিংয়ের নাটকীয় উত্তেজনা তুলে ধরা হয়েছে এ ছবিতে। অনুরাগ কাশ্যপ বরাবরই অন্ধকার জগতের বাসিন্দাদের বিচিত্র জীবনের গল্প তুলে ধরেন তার ছবিতে। তবে ‘মুক্কাবাজ’ ছবিটিকে অনুরাগ কাশ্যপ তার প্রথম প্রেম প্রধান সিনেমা হিসেবে অভিহিত করেছেন।
×