ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘুমের গ্রাম

প্রকাশিত: ০৬:০৪, ৭ জানুয়ারি ২০১৮

ঘুমের গ্রাম

এ যেন গল্পের মতো আবহ। দিনের পর দিন ঘুমিয়ে রয়েছে গ্রামের মানুষরা। একটানা ৫-৬ দিন! আচমকাই ঘুমিয়ে পড়ছে তারা। পথে চলতে চলতেও এসে যাচ্ছে ঘুম। এই বিচিত্র গ্রামটির নাম কালাচি। কাজাখস্তানের প্রত্যন্ত এই গ্রামটিতে এমন সমস্যা দেখা দিয়েছে বছর চারেক ধরে। আচমকাই সেখানকার মানুষদের পেয়ে বসেছে কালঘুমে। তবে শেষ পর্যন্ত এমন ঘুমে কারও মৃত্যু হচ্ছে না। বেশ কয়েকদিন পরে আচমকাই ভেঙ্গে যাচ্ছে ঘুম। তবে সবার ক্ষেত্রে নয়, বিশেষ কিছু মানুষেরই এমন অভিজ্ঞতা হচ্ছে। কেবল ঘুম নয়, ঘুম থেকে উঠে আশ্চর্য সব দৃষ্টি বিভ্রমের কথা জানিয়েছেন তারা। কেউ কেউ অন্যের দিকে তাকিয়ে তৃতীয় নয়ন খুঁজে পেয়েছেন! কেউ বা আরও অদ্ভূত কিছু দেখেছেন। এমনকি, চিকিৎসকরাও হতবাক হয়ে গিয়েছেন। তবে বহু চেষ্টার পর সামনে এসেছে আসল কারণ। কোনও অলৌকিক ঘটনা নয়, এর পেছনে সম্ভবত আসল ভিলেন তেজস্ক্রিয়তা। ওই গ্রামের কাছেই রয়েছে সোভিয়েত আমলের ইউরেনিয়ামের খনি। যেটা এখন আর ব্যবহার করা হয় না। সেই খনি থেকে ঘটা তেজস্ক্রিয়তার কারণেই এমন আশ্চর্য ঘুমের পাল্লায় পড়েছেন কালাচি গ্রামের বাসিন্দারা।- মেইল অনলাইন
×