ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দূষণ-দখলের কবলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চাক্তাই খাল

প্রকাশিত: ০৪:২০, ৬ জানুয়ারি ২০১৮

দূষণ-দখলের কবলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চাক্তাই খাল

স্টাফ রিপোর্টার ॥ দূষণ-দখলের কবলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চাক্তাই খাল। যে খালে একসময় সাম্পানে ব্যবসা-বাণিজ্য চলতো, সেখানে আজ ময়লা-আবর্জনার ভাগাড়। কোথাও বা ভবন কিংবা ঝুঁপড়ি। ব্যবসায়ীরা জানান, চাক্তাই খালে নৌকা চলাচলে কর্ণফুলী হয়ে মালামাল পৌঁছে দিত চাক্তাই খাতুনগঞ্জ থেকে বহদ্দারহাট পর্যন্ত। এখন সেটা কেবলই স্মৃতি। ভরাটের কারণে খালটি নাব্যতা হারিয়ে মৃতপ্রায় অবস্থায় কোন মতে অতীতের চিহ্ন যেন বয়ে বেড়াচ্ছে। আবর্জনা ফেলার কারণে দুই পাড়ে ভরাট হয়ে প্রশস্ততা কমে গেছে খালের। এছাড়া খালের মোহনা থেকে ধনিরপুল এলাকায় আবর্জনায় মাঝখান দিয়েও পানি চলাচল প্রায় বন্ধের উপক্রম। চাক্তাই খালের পাশে পাড় দখল করে গড়ে ওঠেছে ছোট ছোট দোকানপাট। দোকানের কারণে খাল কিছুটা ভরাট হওয়ায় নিচে জমা হয়ে আছে ময়লা-আবর্জনা। চাক্তাই খালের মোহনায় কথা হয় বেশ কয়েকজন নৌকা ও সাম্পানের মাঝির সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এই তো কয়েক বছর আগেও খাতুনগঞ্জের ইসহাকের পুল এলাকা পর্যন্ত জিনিসপত্র নিয়ে সবসময় নৌকা-সাম্পান যেত। এখন জোয়ারের সময়ও যাওয়া যায় না। তিনি বলেন, ‘তাই মোহনা পর্যন্তই আমাদের দৌড়। তাই এখান থেকে জিনিস নামাই, এখানেই জিনিস তুলি। আর পিকআপ এখান থেকে মালপত্র নিয়ে যায়। আবার খাতুনগঞ্জ থেকে পিকআপে করে এখানে আনতে হয়। এভাবেই নৌকা-সাম্পানে বোঝাই করে আনোয়ারা, রাউজান, বোয়ালখালীতে পৌঁছানো হয়।’ চাক্তাই খাল ভরাট হওয়ায় নগরীতে শুধু যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তা নয়, নৌচলাচলও বন্ধ হয়ে যাচ্ছে।
×