ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৪৯, ৫ জানুয়ারি ২০১৮

নতুন গবেষণা

স্মার্টঘড়িতে ইসিজি চিকিৎসকের কাছে গিয়ে ইলেকট্রকার্ডিওগ্রাফি বা ইসিজি করা বেশ ঝামেলাই বটে। আর তাই বুকে ব্যথা বা হার্টের সমস্যা না হলে অনেকেই ইসিজি করেন না। আগামীতে হাতে থাকা এ্যাপলের স্মার্টঘড়ি কাজে লাগিয়েই ইসিজি করার সুযোগ মিলবে। এ জন্য নিজেদের স্মার্টঘড়িতে ইলেকট্রকার্ডিওগ্রাফি প্রযুক্তি চালুর জন্য কাজও শুরু করেছে এ্যাপল। আগামীতে বাজারে আসতে যাওয়া ‘এ্যাপল ওয়াচ ৪’ স্মার্টঘড়িতে এমনটি করা যাবে। স্বয়ংক্রিয় পার্কিং গন্তব্যে পৌঁছে গাড়ি রাখা নিয়ে চিন্তা করতে হবে না আর। পার্কিংয়ের সময় নিজ থেকেই যন্ত্রাংশ ভাঁজ করে ছোট হয়ে যাবে ‘আর্থ ১’। আকার পরিবর্তনে সক্ষম ইলেকট্রিক গাড়িটি তৈরি করেছে জাপানের ফোর লিঙ্ক সিস্টেমস। ভবিষ্যতে বাজারে আসতে যাওয়া গাড়িটির দাম পড়বে ৫০ হাজার পাউন্ড।
×