ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আসছে তানিন সুবহার দেমাগ

প্রকাশিত: ০৬:৩৪, ৪ জানুয়ারি ২০১৮

আসছে তানিন সুবহার দেমাগ

খোকন ভূঁইয়া এই সময়ের ঢাকাই চলচ্চিত্রের প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পী তানিন সুবহা। একাধিক চলচ্চিত্র, নাটক ও টেলিফিল্মে অভিনয় করে নিজের মেধার পরিচয় দিয়েছেন তিনি। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন, নাটক, মিউজিক ভিডিও সব মাধ্যমেই সমান তালে কাজ করে যাচ্ছেন হালের এই দশর্কনন্দিত এই অভিনেত্রী। অভিনয়ে নিজেকে মগ্ন রাখতে ভাল বাসেন বলে বিগত দিনে প্রশংসা কুড়িয়েছেন অনেক চলচ্চিত্র বোদ্ধাদের। ঢাকাই চলচ্চিত্রে শিল্পীদের তালিকা দিন দিন লম্বা হচ্ছে। তাদের মধ্যে একজন হলেন তানিন সুবহা। নতুন বছরের শুরুতে আগামীকাল তানিন সুবহা অভিনীত ‘দেমাগ’ ছবিটি মহাসমারোহ মুক্তি পেতে যাচ্ছে। তানিন সুবহার বিপরীতে অভিনয় করেছেন নবাগত রিপন গাজী। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রীবাদী। নতুন ছবি ‘দেমাগ’ নিয়ে তানিন সুবহা আনন্দ কণ্ঠকে বলেন, ‘দেমাগ’ চলচ্চিত্রটির গল্প শুনে আমার খুব ভাল লেগেছে তাই অভিনয় করি। এর আগে আমার অভিনীত ‘মাটির পরী’ এবং শেখ শামিমের ‘পৃথিবীর নিয়তি’ নামে দুটি ছবি মুক্তি পায়। নতুন বছরে ‘দেমাগ’ মুক্তি পাচ্ছে। ছবিতে আমার চরিত্রের নাম লায়লা। আমি অনেক দেমাগি মেয়ে থাকি একটা ছেলে আমার দেমাগ দূর করে। মা বাবা আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে তখন ছেলেটা পাগল হয়ে যায়। ছেলের কি হয় জানতে চাইলে তিনি বলেন, ‘এটাই সিনেমার মূল আকর্ষণ। এখনই চমকটা নষ্ট করতে চাই না। আগামীকাল সবাই হলে গিয়ে দেখবেন বাকিটা। ‘দেমাগ’ পারিবারিক গল্পের ছবি এটি। এই সিনেমায় বাস্তবতা খুঁজে পাওয়া যাবে। আমার বিশ্বাস নতুন বছরের নতুন আলো হয়ে আসছে দেমাগ। আশা করি, ছবিটি দর্শকদের পছন্দ হবে। তানিন সুবাহা ছাড়াও দেমাগ সিনেমায় আরও অভিনয় করেছেন রেহানা জলি, সিরাজ হায়দার, গাঙ্গুয়া, কাবিলা প্রমুখ। বর্তমানে গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’সহ বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তানিন সুবহা। এছাড়াও তানিন সুবহা অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে এগুলো হলো- পরিচালক কাজল কুমারের ‘অবাস্তব ভালবাসা, জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’, জাবেদ-জাহিদ পরিচালিত ‘দুই রাজকন্যা’ নয়ন মাহমুদের ‘মোমের পুতুল’, আনোয়ার শিকদারের ‘রাজা-রানীর গল্প’, নজরুল ইসলাম মুন্নার ‘দুই নায়ের মাঝি’, সেলিম রেজা পরিচালিত ‘স্বপ্নের সাথী’, রুবেল মাহমুদের গল্পটা কার। ছোটপর্দার মাধ্যমে মিডিয়ায় অভিষেক হয় আপনার। কিন্তু এখন আর ছোটপর্দায় দেখা যাচ্ছে না। ছোটপর্দায় আর কাজ করবেন না? কাজ করব তবে সেটা বিশেষ দিবসে দেখা যাবে। আমি এখন আর বিশেষ দিবস ছাড়া ছোটপর্দায় কাজ করি না। বেছে বেছে কাজ করি। গল্প পরিচালক সবকিছু দেখে কাজ করি। ছোটপর্দার মাধ্যমে আমার আপন ভুবনে পথচলা শুরু করি। সেটা কি কখনও ছেড়ে দেয়া যায়? কখানই না। বিশেষ দিবসে দর্শক আমাকে ছোটপর্দায় দেখতে পাবে। ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে তানিন সুবহা আনন্দ কণ্ঠকে বলেন, ভবিষ্যত চিন্তাভাবনা সব চলচ্চিত্র ঘিরেই। একজন ভাল অভিনেত্রী হতে চাই। দর্শকদের মনে আজীবন বেঁচে থাকতে চাই। চলচ্চিত্র নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে নিয়মিতভাবে ভাল ভাল কাজের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখবে সেই প্রত্যাশা তানিন সুবহার। দেমাগ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে তানিন বলেন, চলচ্চিত্রটিতে নিজের সর্বোচ্চ শ্রমটুকু দেয়ার চেষ্টা করেছি ও পূর্ণ মনোযোগে অভিনয় করেছি। আমি চেষ্টা করেছি দর্শকদের ভাল কিছু উপহার দিতে। এরপরেও যদি কোন ভুলত্রুটি থাকে তা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সিনেমা আমার স্বপ্ন, ধ্যান-ধারণা। সিনেমার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন। নতুন বছরের প্রত্যাশা প্রসঙ্গে তানিন বলেন, আমার কাছে জীবনের প্রত্যেকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। সেভাবেই নিজের কাজগুলো করার চেষ্টা করি। আর ভক্তদের জন্য নতুন বছরেও আমার অভিনীত বেশকিছু ছবি মুক্তি পাবে। তাদের হতাশ করতে চাই না। দায়িত্ব নিয়ে সামনের কাজগুলো করার চেষ্টা করব। আমি চলচ্চিত্রের মানুষ। আমার চাওয়া থাকবে নতুন বছরে আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নতি হোক। চলচ্চিত্র নিয়ে আর হতাশা না। আমাদের চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে সুনাম বয়ে আনুক এটাই চাওয়া থাকবে। পাশাপাশি চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে মেধাবী শিল্পী ও পরিচালক খুবই জরুরী। সকলের চেষ্টায় সামনে এগিয়ে যাবে আমাদের দেশীয় চলচ্চিত্র।
×