ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুই বাংলার চলচ্চিত্রে রাশেদ মোর্শেদ

প্রকাশিত: ০৬:২৬, ৪ জানুয়ারি ২০১৮

দুই বাংলার চলচ্চিত্রে রাশেদ মোর্শেদ

স্টাফ রিপোর্টার ॥ সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী ও অভিনেতা রাশেদ মোর্শেদ সম্প্রতি যৌথ প্রযোজনায় নির্মিত ‘ও রূপসী কন্যা’ চলচ্চিত্রে প্লেব্যাক করলেন। চলচ্চিত্রটি পরিচালনা করছেন পার্থ দে। এসএ রাশেদের সঙ্গীতে চলচ্চিত্রের ‘ও রূপসী’ শীর্ষক টাইটেল সংটি গেয়েছেন রাশেদ মোর্শেদ। চলচ্চিত্রটিতে দুই বাংলার অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যÑ যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা, রাশেদ মোর্শেদ প্রমুখ। রাশেদ মোর্শেদ কেবল একজন অভিনেতাই নন, গায়কও বটে। এর আগে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাকিলা জাফর, আঁখি আলমগীর, বেবী নাজনীন, মনির খান, আলম আরা মিনু, আশা ভোঁসলে, মিতালী মুখার্জী, জোজো, অনুরাধাসহ দুই বাংলার অসংখ্য শিল্পীর সঙ্গে গান গেয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি তিনি ‘ফুলবানু’ চলচ্চিত্রের টাইটেল সং গেয়েছেন। গান ছাড়াও চলচ্চিত্রে অন্যতম নায়ক হিসেবে রাশেদ মোর্শেদ অভিনয়ও করেছেন। নায়ক হিসেবে রাশেদ মোর্শেদ জনপ্রিয় নায়িকা শাবনুরের সঙ্গে ‘ভালবাসা সেন্টমার্টিনে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত আরেকটি চলচ্চিত্র হলো ‘পৃথিবীর নিয়তি’। এ চলচ্চিত্রে শিমলা ও সানজানার বিপরীতে রুবেল এবং তিনিও নায়ক হিসেবে অভিনয় করেন। শিশুদের জন্য রাশেদ মোর্শেদের গাওয়া ‘শিশুরা আনবে অগণিত যুগ’ শিরোনামের গানটি বেশ জনপ্রিয় হয়েছে।
×