ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম বড় পর্দার মাল্টিটাচ কম্পো-টিভি

প্রকাশিত: ০৪:১২, ৩ জানুয়ারি ২০১৮

দেশের প্রথম বড় পর্দার মাল্টিটাচ কম্পো-টিভি

নিয়মিত গবেষণার মাধ্যমে গ্রাহকদের হাতে নিত্য নতুন প্রযুক্তি ও ডিজাইনের টেলিভিশন তুলে দিচ্ছে ওয়ালটনের টেলিভিশন গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) বিভাগের প্রকৌশলীরা। তারা উদ্ভাবন করছেন নিজস্ব প্রযুক্তি। এরই ধারাবাহিকতায় এবার তারা উদ্ভাবন করেছে মাল্টি-টাচ সুবিধা সংবলিত বড় পর্দার কম্পো-টিভি। গ্রাহকরা বড় পর্দায় হাতের স্পর্শেই নিয়ন্ত্রণ করতে পারবেন এই টিভির সব ফাংশন। এছাড়াও বড় পর্দায় লেখার জন্য ডিজিটাল বোর্ড হিসেবে অথবা অফিসে বা বাসায় প্রেজেন্টেশনের স্ক্রিন হিসেবেও এটি ব্যবহার করা যাবে। এটিতে ফেসবুক, ভাইবারসহ বিভিন্ন সোস্যাল, কমিউনিকেশন, বিজনেস অথবা এন্টারটেইনমেন্ট এ্যাপস চালানোর সুবিধাও রয়েছে। ভিডিও চ্যাটিংসহ টাচ-গেমপ্রেমীদের জন্য রয়েছে বড় পর্দায় গেমিংয়ের সুযোগ। নতুন এই উদ্ভাবনী উপলক্ষে সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসের সম্মেলন কক্ষে ‘ইনট্রোডিউসিং এ্যান্ড ডিজাইন এ্যাওয়ার্ড-২০১৭’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×