ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই হতে পারে কার্যকর শক্তি

প্রকাশিত: ০৫:২৫, ২৯ ডিসেম্বর ২০১৭

কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই হতে পারে কার্যকর শক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকার ও অন্যান্য পর্যায় থেকে নানা উদ্যোগ সত্ত্বেও উৎপাদন ও বাজারজাত পর্যায়ে বিরাজমান নানা সমস্যার কারণে অর্থনীতিতে কাক্সিক্ষত ভূমিকা রাখতে পারছে না ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত। এসব সমস্যা সমাধানে বৃহৎ আঙ্গিকে উদ্যোগ নেয়া গেলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই একটি কার্যকর শক্তি হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন্স ফর পোভার্টি এ্যাকশন (আইপিএ) এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এক্সেস টু ইনফর্মেশন কর্মসূচী যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ঢাকার হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ‘বাংলাদেশে এসএমই উন্নয়নে প্রামাণ্য সংলাপ’ শীর্ষক সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক অতনু রাব্বানী ও যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক পাওলা লোপেজ পেনা দুটি পৃথক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বক্তারা বলেন, এসএমই খাতের উন্নয়নে কার্যকর গবেষণা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে স্থায়ী ও উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। অন্যদিকে কর্মসংস্থানের জন্য দক্ষতা সৃষ্টির মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্য অর্জনে বড় সহায়ক হতে পারে। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচী বিভাগের প্রধান শেখ মোহাম্মদ সেলিম, ব্র্যাক ব্যাংকের এসএমই বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, উইমেন চেম্বারের সহসভাপতি সংগীতা আহমেদ প্রমুখ।
×