ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গসিপ

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ ডিসেম্বর ২০১৭

গসিপ

বন্ধুরা আমাদের সামনে নতুন একটি বছর কড়া নাড়ছে। কয়েকটা দিন পরেই আসছে নতুন একটি শতক। তবে প্রবহমান গতিধারার মতো বিনোদন ভুবনে ঘটে চলছে নতুন নতুন ঘটনা। এসব নিয়ে আমাদের আজকের আয়োজন। লিখেছেনÑ ধ্রুব হাসান নেটদুনিয়ায় আবার সাড়া ফেলল নবাব তৈমুর বর্তমানে নবাব পরিবারের সবচেয়ে বড় তারকা কে? করিনা বা সইফ আলি খানের নাম বললে কিন্তু ভুল বলবেন। কারণ পাপারাজ্জিদের ভিড় একজনকে ঘিরেই। ক্যামেরার লেন্স এখন একজনের দিকেই জুম করা থাকে। আর সে হলো নবাব বংশের খুদে নবাব তৈমুর আলি খান। বড়দিনেও যার ব্যতিক্রম হলো না। আত্মীয় ও পরিবারের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গেই সেলিব্রেট করা হয়েছিল তৈমুরের জন্মদিন। আর এক বছরের তৈমুর কীভাবে ক্রিসমাস উদযাপন করে, সেদিকেই ছিল সকলের নজর। নিজের বন্ধুদের বড়দিনে একটি দারুণ সারপ্রাইজ দিল এই ছোট্ট তারকা। এতদিন নিজের দুই চোখ আর গোলগাল মিষ্টি চেহারা দিয়েই মন ভরিয়ে দিয়েছিল তৈমুর। এবার তার কীর্তি দেখে আরও খানিকটা ভালবাসা বেড়ে গেল সকলের। ক্রিসমাসে ভাংড়া ডান্স করে আসর মাতিয়ে দিল সইফপুত্র। ক্রিসমাসে ছেলেকে সঙ্গে নিয়ে লাঞ্চে গিয়েছিলেন করিনা-সইফ। সঙ্গী হয়েছিলেন তৈমুরের মামা রণবীর কাপুরসহ পরিবারের অন্যান্য আত্মীয়রা। তারকা খচিত সেই লাঞ্চের কেন্দ্রবিন্দুতে ছিল খুদে নবাবই। মামার কোলেই বেশ খানিকক্ষণ সময় কাটাল সে। আবার কখনও সানগ্লাস পরে একগাল হেসে সকলের মন ভাল করে দিল। মামা-ভাগ্নের সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল। কিন্তু তাদের মধ্যে ছিলেন না কারিনার চাচাত ভাই রণবীর কাপুর। এ কারণে হতাশ হয়েছিলেন সবাই। অবশেষে কাপুর খানদানের বড়দিন উদযাপনের আয়োজনে রণবীরের সান্নিধ্য পেয়েছে তৈমুর। দুজনে খেলাধুলা করেছেন। সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন রণবীরের মা নিতু সিং। ভক্তদের কারও কারও মন্তব্য, ৩৫ বছর বয়সী রণবীরের কাছ থেকে সব আলো কেড়ে নিলো তৈমুর! প্রতি বছর বড়দিনে দুপুরের খাবার একসঙ্গে খেয়ে থাকেন কাপুর খানদানের সদস্যরা। এর আয়োজন করা হয় প্রয়াত শশী কাপুরের বাড়িতে। গত ৪ ডিসেম্বর তার প্রয়াণ হয়। তবে কাপুর বংশের তারকারা ঠিকই দিনটি উদযাপন করেছেন। অনুষ্ঠানে আরও ছিলেন কারিশমা কাপুর ও তার দুই সন্তান সামাইরা ও কিয়ান রাজ কাপুর, রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নিতু সিং, কারিনা কাপুর খান এবং রণবীরের চাচাত ও মামাত ভাইবোনেরা। রণবীর এখন সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে নির্মাণাধীন ছবির কাজ নিয়ে ব্যস্ত। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘সঞ্জু’। এটি পরিচালনা করছেন ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘পিকে’খ্যাত রাজকুমার হিরানি। ১০০ কোটির ঘরে ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তির আগেই আভাস মিলেছিল। আর তিন দিনের মধ্যেই সেটা সত্যি প্রমাণিত হলো। বড়দিন সোমবার। আর ২২ ডিসেম্বর মুক্তি পেয়ে বড়দিনের আগেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সলমন খানের নয়া সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। আর সলমন নামে বাঘের হুঙ্কারে এখন কাঁপছে বলিউড। প্রিয় তারকাকে দেখতে সিনেমা হলে ছুটছে আট থেকে আশি সকলেই।আল্পসের পর্বতে ছেলে জুনিয়রকে বাঁচাতে নেকড়ে বাঘের সঙ্গে লড়াই হোক কিংবা বিবাহবার্ষিকীতে স্ত্রীকে রান্না করে খাওয়ানো বা উপহার দিয়ে চমকে দেয়া আবার আইএসের বিরুদ্ধে একা হাতে লড়াই- এই সিনেমা ফের প্রমাণ করল সলমন আছেন সলমনেই। আর প্রিয় তারকার চেনারূপ দেখতে প্রথম দিন থেকেই ভিড় জমাতে শুরু“করেছিলেন সলমন ভক্তরা। প্রথম দিন থেকেই মিলেছিল প্রমাণ যে আগামী দিনে আরও বড় সাফল্য পেতে চলেছিল সিনেমাটি। ‘টিউবলাইট’ বক্স অফিসে ও দর্শকদের মনে সেভাবে ছাপ ফেলতে পারেনি। তাই ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে সিনেপ্রেমীদের প্রত্যাশা ছিল তুঙ্গে। সুপারহিট ‘এ কথা টাইগার’-এর পাঁচ বছর পর ফের জুটি বেঁধেছিলেন সলমন-ক্যাটরিনা। এবার আর নিরাশ হতে হয়নি তাঁদের। সজোরেই হুঙ্কার দিয়েছে ‘টাইগার’। প্রথম দিনই বড়পর্দায় নজর কেড়েছে তাঁর ‘সোয়্যাগ’। গত ২২ ডিসেম্বর ৫ হাজার ৭০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। এ্যাকশনে ভরপুর ছবিটি মুক্তির প্রথম দিনই আয় করেছিল ৩৬ কোটি রুপি। এবার ১০০ কোটির ঘরে পৌঁছে গেল ছবিটি। এ জন্য সময় লেগেছে মাত্র তিন দিন। সোমবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘তিন দিনে ১০০ কোটি ১৪ লাখ রুপি আয় করল ‘টাইগার জিন্দা হ্যায়। এর আগে, ১০০ কোটির ক্লাবে ঢুকতে একই সময় নিয়েছিল সালমান খান অভিনীত ‘সুলতান’ ও ‘বজরঙ্গি ভাইজান।’ বলিউড হাঙ্গামার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এ বছর ‘টিউবলাইট’-এর প্রথম দিনের আয় ছিল প্রায় ২১ কোটি, ‘বাহুবলী টু দ্য কনক্লুশন’-এর ৪০ কোটি ও ‘গোলমাল এ্যাগেইন’-এর ৩০ কোটি রুপি। সেই হিসেবে ‘টাইগার জিন্দা হ্যায়’ সবচেয়ে বেশি এগিয়ে। কারণ মুক্তির প্রথম দিনই এটি আয় করেছে ৩৬ কোটি রুপি। এখন দেখার প্রথম এক সপ্তাহে আয়ের নিরিখে ‘বাহুবলি ২’, আমির খানের ‘দঙ্গল’ এবং ‘ধুম ৩’ এবং সলমনের নিজেরই ‘বজরঙ্গি ভাইজান’-এর রেকর্ড ভাঙতে পারেন কিনা। সামনে এখনও দীর্ঘ ছুটি। আর তাই আশাবাদী তাঁর বন্ধুরাও। নিউইয়র্কে শাকিরার বড়দিন! একজন কলম্বীয় গায়িকা-গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, নৃত্যশিল্পী ও জনহিতৈষী। কলম্বিয়ার, বারার্নকিলাতে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। স্কুল জীবনে সরাসরি উপস্থাপনার মাধ্যমে তিনি তাঁর প্রতিভার প্রকাশ ঘটাতে শুরু“করেন। সেখানে তাঁর নিজস্ব বেলি ড্যান্সিংয়ের সঙ্গে তিনি তাঁর কণ্ঠে সার্থকভাবে রক এ্যান্ড রোল, ল্যাটিন, পূর্ব মধ্যপ্রাচ্যের সঙ্গীত ফুটিয়ে তুলতেন। শাকিরার মাতৃভাষা স্পেনীয় হলেও, তিনি অনর্গল ইংরেজী, পর্তুগিজ, এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারেন। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। বলছি শাকিরা ইসাবেল মেবারাক রিপোলের কথা। তিনি দুইবার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। বিএমআই-এর তথ্যানুসারে, তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি এ্যালবাম বিক্রীত শিল্পী, এবং সেই সঙ্গে তিনি ব্যবসায়িকভাবে সফল দ্বিতীয় ল্যাটিন আমেরিকান নারী শিল্পী, যার এ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রীত হয়েছে। এছাড়াও তিনি দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া একমাত্র শিল্পী যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট, ও ইউকে সিঙ্গেলস চার্ট-এ প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন। এই তারকা গত রবিবার দুই পুত্র এবং প্রেমিক জেরার্ড পিকে’কে সঙ্গে নিয়ে বড়দিন কাটাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এলেন শাকিরা। বার্সেলোনার এই তারকা যুগলকে হঠাৎ করেই বড়দিনের আগের দিন নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে একসঙ্গে দেখা যায় চল্লিশ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীকে, স্পেনীয় ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের চেয়ে প্রায় দশ বছরের বড়। গত রবিবা গাড় নীল রঙের জেকেট আর জিন্সের সঙ্গে খুবই ন্যাচারাল লুকের শাকিরাকে দেখে বুঝার উপায় ছিল না যে, তিনি ইতোমধ্যে বয়সের চার দশক পার করে এসেছেন। নিউইয়র্কে বড়দিন পালনের পর আগামী মাসেই শাকিরা এবং জেরার্ড পিকে তাদের ছেলেদের জন্মদিন পালন করবেন। তাদের বড় ছেলের নাম মিলান আর ছোট ছেলেটির নাম সাশা। সামনের মাসে মিলানের পাঁচ বছর পূর্ণ হবে, এদিকে সাশার বয়স মাত্র দুয়ের ঘরে পা দেবে। গোপনে বিয়ে করেছেন ইলিয়েনা? ইলিয়েনা ডি ক্রুজ বলিউড অভিনেত্রী যার ক্যারিয়ারের ৯০ শতাংশ ছবিই সুপারহিট, নয়তো ব্লকবাস্টার হিট হয়েছে। ২০০৬ সালে তেলেগু চলচ্চিত্র দেবাদাসু এ অভিনয়ের জন্য তিনি ২০০৬ সালের সেরা নবাগত মহিলা বিভাগে ফিল্ম ফেয়ার এ্যাওয়ার্ড লাভ করেন। পোকিরি (২০০৬), কিক (২০০৮) এবং জুলয়ি (২০১২) চলচ্চিত্রে তার উপস্থিতি দেখা যায়। ডি ক্রুজ ভারতের গোয়া নগরীতে জন্মগ্রহণ করলেও তাঁর শৈশব মুম্বাই ও গোয়া উভয় শহরেই কেটেছে। তাঁর নামকরণ করা হয়েছে গ্রিক মিথোলজি থেকে, যার অর্থ ট্রয়ের হেলেন। সম্প্রতি তার বিয়ের গুঞ্জন বাতাসে ভাসছে। এই বাতাস আরও ভারি হয় যখন বড়দিন উদযাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি উল্লেখ করছেন স্বামীর কথা! তাতেই ‘স্বপ্নভঙ্গ’ কোটি তরুণের! হুট করেই কি তবে বিয়ে করে ফেলেছেন ৩০ বছর বয়সী এই বলিউড তারকা? তাও আবার গোপনে? ইলিয়েনা ডি-ক্রুজ তার প্রেমিক এ্যান্ড্রু নিবোনসের সঙ্গে সম্পর্ক কখনও লুকাননি। কিন্তু বিয়ের কাজটা কি গোপনেই সেরে ফেললেন তিনি? এমন প্রশ্নই ঘুরছে ইন্সটাগ্রামে ইলিয়েনা একটি ছবি পোস্ট করার পর থেকে। ২৫ ডিসেম্বর বড়দিনের একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন ইলিয়েনা। ক্যাপশনে লিখেছেন, ‘বছরের সবচেয়ে প্রিয় সময়টি এসে গেছে। ছবিটি তুলেছে আমার বর।’ লিখেছেন ‘বর’, কিন্তু ইলিয়েনার বিয়ের খবর এখনও কেউ জানেন না। সে কারণেই গুজব রটেছে, কাউকে না জানিয়েই শুভ কাজটি সেরে ফেলেছেন তিনি। ইতোপূর্বে এক সাক্ষাতকারে তেলেগু সুন্দরী বলেছিলেন, আমি কখনও অপ্রকাশ্য রাখতে চাইনি আমার প্রেম। চাই না এসব নিয়ে কোন গুজব হোক বা ছড়াক। ২০১২ সালে অনুরাগ বসু পরিচালিত ‘বারফি’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক তার। চমকপ্রদ তথ্য হলো, সেটিতে অভিনয়ের আগে সালমান খানের সঙ্গে ‘ওয়ান্টেড’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দক্ষিণের এই নায়িকা। পরীক্ষার কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। বেছে বেছে ছবি করা এই অভিনেত্রীর সবশেষ নতুন ছবি ‘বাদশাহো’। ‘মেরে রাসকে কামার তু নে পেহলি নাজার’ গানটি এখানে সুপার হিট। ছবিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন অজয় দেবগন, ইমরান হাশমি, এশা গুপ্তা, বিদ্যুত জামাল প্রমুখ। বর্তমানে ‘রেইড’ নামে একটি ছবির কাজ করছেন তিনি। এতেও তার বিপরীতে দেখা যাবে অজয় দেবগনকে। তথ্যসূত্র- ইন্টারনেট
×