ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটন পোস্টের অভিমত

যুক্তরাষ্ট্র-উ.কোরিয়া যুদ্ধ নিয়ে অসংলগ্ন কথা দায়িত্বজ্ঞান বর্জিত

প্রকাশিত: ০৪:৪৪, ২৭ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্র-উ.কোরিয়া যুদ্ধ নিয়ে অসংলগ্ন কথা দায়িত্বজ্ঞান বর্জিত

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে রাজনীতিবিদ ও টিভি ব্যক্তিত্বগণ অব্যাহতভাবে বলছেন যে, আমেরিকা যুদ্ধের দ্বার প্রান্তে যা আসলে বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে ওয়াশিংটন পোস্টের এক ভাষ্যে বলা হয়। উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের সম্ভাব্যতা এবং এ নিয়ে অসংলগ্ন কথাবার্তা বা বাগ্যুদ্ধ-মার্কিনীদের উত্তর কোরিয়ার সঙ্গে যে কোন ধরনের সমঝোতা থেকে অনেক দূর সরিয়ে দেবে। যেখানে সামরিক পন্থাসহ সব পথই খোলা আছে সেখানে আলোচনার সব দরজা কেন বন্ধ হবে? পত্রিকায় এই অভিমত প্রকাশ করা হয়, যে কোন ধরনের যুদ্ধ বিশেষ করে তা যদি পারমাণবিক হামলা পর্যন্ত গড়ায় তবে তা কী নির্মম ও বিধ্বংসী রূপ ধারণা করবে তা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। বিশেষ করে বর্তমানে যে দু’জন এই দু’টি দেশের নেতৃত্বে আছেন তারা পরস্পরের প্রতি এত আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন যে, যুদ্ধ পরিহারের আরও যে উপায় থাকতে পারে তা তারা খুঁজে দেখতেও নারাজ। এ প্রসঙ্গে প্রথমেই বলা যায়, যে ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে ফেলে ইরানকে তার পরমাণু কর্মসূচী থেকে সরিয়ে এনে আলোচনার টেবিলে আনা হয়েছিল সে ধরনের চাপ উত্তর কোরিয়ার ওপর পড়েনি। নিঃসন্দেহে বলা যায়, এ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞার সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু দেশটি তার ঘনিষ্ঠ প্রতিবেশী ও বাণিজ্য অংশীদার চীনের জন্য নিষেধাজ্ঞার তীব্রতা অনুধাবন করতে সক্ষম হচ্ছে না।
×