ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কাল ৫৯ কন্টেনার পণ্য ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস

প্রকাশিত: ০৫:২৯, ২৫ ডিসেম্বর ২০১৭

কাল ৫৯ কন্টেনার পণ্য ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা খাদ্য পণ্য আবারও ধ্বংস করার কার্যক্রম শুরু করবে চট্টগ্রাম কাস্টমস। আগামীকাল ৫ দিনব্যাপী এ কার্যক্রম শুরু হবে। ৫৯ কন্টেনারের নষ্ট ফল, আদা ও রসুন ধ্বংস করা হবে এবারের কার্যক্রমে। কাস্টমস সূত্র জানিয়েছে, গত ৪ ডিসেম্বর থেকে ৮৯টি কন্টেনার ধ্বংস করার প্রক্রিয়া শুরু করে কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বিজয় নগরে গর্ত খুঁড়ে ২ দিনে ৩০ কন্টেনার নষ্ট পণ্য পুঁতে ফেলা হয়। এ সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর আপত্তির মুখে ধ্বংস কার্যক্রম বন্ধ করা হয়। এ পরিস্থিতিতে হালিশহরের আনন্দবাজার এলাকায় সিটি কর্পোরেশনের জায়গায় নষ্ট পণ্যগুলো ধ্বংস করার উদ্যোগ নেয় কাস্টমস। কাস্টমসের সহকারী কমিশনার মিয়া মোঃ নাজমুল হক জানান, টানা ৫ দিন ধরে ৫৯ কন্টেনার পণ্য ধ্বংস করার প্রস্তুতি নেয়া হচ্ছে। জাহাজ কোম্পানিগুলো পণ্য ধ্বংসের পর খালি হয়ে যাওয়া কন্টেনারগুলো ব্যবহার করতে পারবে। বন্দর কর্তৃপক্ষও বন্দরের খালি জায়গায় সংরক্ষণ করতে পারবে কন্টেনারগুলো। ২০১০ সাল থেকে এ বছরের মাঝামাঝি সময়ে এসব নষ্ট হয়ে যাওয়া পণ্য আমদানি করা হয়। পণ্য আমদানির পর ব্যবসায়ীরা নানা কারণে তা খালাস না নেয়ায় কাস্টমস কর্তৃপক্ষ বিক্রির জন্য তা নিলামে তোলে। কিন্তু নিলামেও পণ্যগুলো বিক্রি হয়নি। পরে নষ্ট হয়ে গেলেও দীর্ঘ সময় তা ধ্বংস করা হয়নি।
×