ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বেলাল খান ফিচারিং ‘উপমা’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৫:২৪, ২৫ ডিসেম্বর ২০১৭

বেলাল খান ফিচারিং ‘উপমা’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ ইংরেজী নববর্ষকে সামনে রেখে রাজধানীর বাংলামোটরের সেভেনহিল রেস্টুরেন্টে শনিবার সন্ধ্যায় বেলাল খান ফিচারিং প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শারমিন সুলতানা উপমার প্রথম একক ‘উপমা’ (তোমার অভাব)- এ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। লেজার ভিশনের আয়োজনে অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানাতে উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, স্বনামধন্য গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, কণ্ঠশিল্পী বেলাল খান, সঙ্গীত পরিচালক জে কে মজলিশ, এম এ রহমান, গীতিকবি রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, সঙ্গীত পরিচালক জুয়েল মোর্শেদ, মডেল তারকা অন্তু করিম ও কণ্ঠশিল্পী উপমাসহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে উপমার ‘আমি চাই যারে’ গানটির মিউজিক ভিডিওটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আর জে নিরব। এ্যালবামে কণ্ঠশিল্পী উপমার প্রথম একক অডিও এ্যালবাম। এ্যালবামে মোট চারটি গান রয়েছে। গীতিকবি রবিউল ইসলাম জীবন ও সোমেশ্বর অলির কথায়, বেলাল খানের সুরে এ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন জে কে মজলিশ ও এম এ রহমান। এ্যালবামের গানগুলো হলো ‘আমি চাই যারে’, ‘তোমার অভাব’ ও ‘উঠোন বাকা’। একটি গানে শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বেলাল খান।
×