ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

২৫ কোটি ডলার কমানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ ডিসেম্বর ২০১৭

২৫ কোটি ডলার কমানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র জাতিসংঘের আগামী অর্থবছরের (২০১৮-২০১৯) মূল বাজেট থেকে ২৫ কোটি ডলার কমানোর প্রস্তাব দিয়েছে। কূটনীতিকরা জানিয়েছেন, এর প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ইতোমধ্যেই ২০ কোটি ডলার বাজেট সাশ্রয়ের প্রস্তাব দিয়েছেন। এএফপি জানায়, যুক্তরাষ্ট্র প্রতিবছর জাতিসংঘকে সবচেয়ে বেশি অনুদান দিয়ে থাকে। জাতিসংঘের মূল বাজেটের ২২ শতাংশ আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এদিকে ইউরোপীয় ইউনিয়নও জাতিসংঘকে ১৭ কোটি ডলার সাশ্রয়ের প্রস্তাব দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস সাধারণ পরিষদে ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০ কোটি ডলার সাশ্রয়ের প্রস্তাবসহ ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের দ্বিবার্ষিক বাজেট প্রস্তাব করেছেন। জাতিসংঘের অপারেশন বাজেট ও শান্তি রক্ষা বাজেট পৃথকভাবে হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের চাপে শান্তি রক্ষা বাজেট থেকে ইতোমধ্যে ৬০ কোটি ডলার কমানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার জনতা ব্যাংক ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি গোপালগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমে¥লনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুছ ছালাম আজাদ
×