ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গ্রামীণ ফোনের প্যানেল আলোচনা

ডিজিটালাইজেশনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান

প্রকাশিত: ০৫:৫২, ১৪ ডিসেম্বর ২০১৭

ডিজিটালাইজেশনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অর্থনীতির ডিজিটালাইজেশন একইসঙ্গে বিপুল সুযোগ এবং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করবে সবাইকে। এ পরিবর্তনের সুফল ঘরে তুলতে হলে চট্টগ্রাম তথা সারাদেশকে ডিজিটালাইজেশনের সঙ্গে একাত্ম হতে হবে। দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনের এক প্যানেল আলোচনায় এ অভিমত ব্যক্ত করেন বিশেষজ্ঞ আলোচকগণ। মঙ্গলবার চট্টগ্রামের রেডিসন ব্লু ভিউ হোটেলে আয়োজিত ‘ডিজিটাল ডেভেলপমেন্ট : রোড টু এমপাওয়ারমেন্ট’ শীর্ষক প্যানেল আলোচনায় দেশে ও বিশ্বে যে বৈপ্লবিক পরিবর্তন আসছে তার মোকাবেলায় চট্টগ্রামের সেবাসমূহকে ডিজিটালকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান এবং টেলিনর হেলথের সিইও সাজিদ রহমান টেলি যোগাযোগ খাতে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ডিজিটাল স্বাস্থ্য তথ্য ও সেবা নিয়ে দুটি আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, বিএসআরএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসেন, চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, কেডিএস স্টিলের পরিচালক মুনীর এইচ খান এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেক্ট্রনিকস এ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালন করেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক।
×