ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

উত্তেজনা সৃষ্টির জন্য দায়ী যুক্তরাষ্ট্র ॥ দাবি পিয়ংইয়ংয়ের

প্রকাশিত: ০৪:১৮, ১০ ডিসেম্বর ২০১৭

উত্তেজনা সৃষ্টির জন্য দায়ী যুক্তরাষ্ট্র ॥ দাবি পিয়ংইয়ংয়ের

উত্তর কোরিয়া জাতিসংঘের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক বিরল বৈঠকে এর অস্ত্র কর্মসূচীর ব্যাপারে উত্তেজনা সৃষ্টির জন্য পারমাণবিক ব্ল্যাকমেলের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। কিন্তু সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে সম্মতি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শনিবার এ কথা বলেছে। জাতিসংঘের কূটনীতিবিদ জেফ্রে ফেল্টম্যান পিয়ংইয়ং সফরের পর শনিবার বেজিং পৌঁছেন। তিনি সঙ্কট নিরসনের লক্ষ্যে পাঁচদিনের এক সফরে পিয়ংইয়ংয়ে যান। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি এ কথা বলার ঠিক এক সপ্তাহ পর ফেল্টম্যান এ সফর করেন। ২০১০ সালের পরে উত্তর কোরিয়ায় জাতিসংঘের কোন কর্মকর্তার এটাই প্রথম সফর। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, ফেল্টম্যান পররাষ্ট্রমন্ত্রী বি ইয়ং হো ও ভাইস ফরেন মিনিস্টার পাক মাইয়োং-কুকের সঙ্গে বৈঠক করেন। রিপোর্টে বলা হয়, বৈঠকগুলোতে আমাদের পক্ষ থেকে বলা হয়, ডিপিআরকে’র (উত্তর কোরিয়া) প্রতি মার্কিন বৈরী নীতি ও পারমাণবিক ব্ল্যাকমেল কোরীয় উপদ্বীপে বর্তমান উত্তেজনার জন্য দায়ী। রিপোর্টে বলা হয়, জাতিসংঘ কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ে উত্তর কোরিয়া সফরের মাধ্যমে পিয়ংইয়ং সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে বলে সম্মতি প্রকাশ করেছে। -এএফপি
×