ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৭:১২, ৭ ডিসেম্বর ২০১৭

 টু ক রো  খ ব র

২০ লাখ নিষিদ্ধ ট্যাবলেট জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর বিএম কলেজ সংলগ্ন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল্স নামক ওষুধ কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ নিষিদ্ধ ট্যাবলেট ও ক্যাপসুল জব্দ করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুর থেকে রাত এগারোটা পর্যন্ত এ অভিযানে জব্দকৃত ওষুধ মধ্যরাতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে র‌্যাব-৮ জানায়, মঙ্গলবার দুপুর থেকে রাত এগারোটা পর্যন্ত ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিউসেফটিন আর, ইন্দোফেনাক, রেনিডিটিন, ইন্দোপ্রোক্সমিক্স, রিবোফ্লোবিন, ডাইফেনাক, মেট্রল নামক আট ধরনের ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে ছয়টি আইটেম রেজিস্ট্রেশনবিহীন এবং দুটি অনুমোদনবিহীন উৎপাদন করে বিক্রি করা হচ্ছিল। ড্রাগ সুপারভাইজার তানভির আহমেদ উপস্থিত থেকে নিশ্চিত করেন উৎপাদিত ট্যাবলেট ও ক্যাপসুল অবৈধভাবে উৎপাদন করা হচ্ছিল। ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ ডিসেম্বর ॥ মাদ্রাসার ছাদ থেকে পড়ে মহসিন মিয়া নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী স্লুইসগেট এলাকার কাসেমূল উলূম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মৃত মহসিন মিয়া চাঁদপুর জেলার মতলব থানার দগরপুর এলাকার লুৎফর রহমানের ছেলে। পুলিশ জানায়, মহসিন মিয়া কাসেমূল উলূম মাদ্রাসায় বাবুর্চি হিসেবে কাজ করে আসছিলেন। বুধবার বেলা ১২টার দিকে মহসিন মিয়া মাদ্রাসার ছাঁদ থেকে নিচে পড়ে যায়। মহসিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাসপাতলে নেয়ার পথে রাস্তায় মহসিন মিয়ার মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম তোফাজ্জল হোসেন (৭০)। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের বাসিন্দা জানা গেছে, শ্রীপুরে ডাক্তার দেখিয়ে বুধবার দুপুরে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। অস্ত্রসহ ৪ ডাকাত আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং কার্তুজসহ ৪ ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে নজির আহমদ চৌধুরী সড়কের কুমিল্লা হোটেল থেকে তাদের আটক করা হয়। সেখানে অবস্থান করে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আটককৃতরা হলো সীতাকু-ের সলিমপুর এলাকার মোরশেদ ওরফে রাশেদ, ফটিকছড়ির ভুজপুর এলাকার শহীদুল ইসলাম সৌরভ, একই উপজেলার শুভবিল এলাকার ফয়জুল কবির সুজন এবং ফেনীর কদলগাজী রোড এলাকার মোঃ জাহিদুল ইসলাম রাজু। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, একটি শাটারগান, একটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি এবং শাটারগানের ৫ রাউন্ড কার্তুজ। রংপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৬ ডিসেম্বর ॥ অবৈধ দখলদারদের কবল থেকে সড়ক ও জনপথ বিভাগ ৫০ কোটি টাকা মূল্যের ১৬ একর জমি উদ্ধারের পাশাপাশি সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৬ শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে। সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফিরোজ আখতার জানান, গত রবিবার থেকে বুধবার পর্যন্ত একটানা অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তির দখলে থাকা সড়ক বিভাগের প্রায় ১২ একর জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এ সময় সড়কের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা ৩ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। অপরদিকে, রংপুর-দিনাজপুর মহাসড়কের মর্ডান মোড় থেকে নগরীর মেডিকেল মোড় পর্যন্ত অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের ৪ একর জমি উদ্ধার ও সড়কের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা ২ শতাধিক দোকনপাট উচ্ছেদ করা হয়। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৬ ডিসেম্বর ॥ হামিদা বেগম নামের দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বাড়ির সামনে পুকুর পাড়ে খেলতে গিয়ে হামিদা পানিতে পড়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। হামিদার বাবার নাম আবদুল হাই। মন্দির পুনস্থাপনের দাবি স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের পাটগুদাম এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গনের পাশে ক্ষতিগ্রস্ত মন্দির পুনস্থাপনের দাবি জানিয়েছে স্থানীয় হিন্দু সংগঠনগুলো। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। গত ৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের চারপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে মন্দির এবং মন্দিরের পুরোহিতের বাসা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নৃপেশ চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট বিকাশ রায় ও পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সৌমেন্দ্র কিশোর রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
×