ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দায়িত্ব ছাড়লেন পোস্তেকোগলু

প্রকাশিত: ০৫:০৬, ২৬ নভেম্বর ২০১৭

দায়িত্ব ছাড়লেন পোস্তেকোগলু

স্পোর্টস রিপোর্টার ॥ সকারুদের বিশ্বকাপে পৌঁছে দিয়েই দায়িত্ব ছাড়লেন অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান কোচ এনজি পোস্তেকোগলু। বুধবার হঠাৎ করেই রাশিয়া বিশ্বকাপে দলের সঙ্গে না যাওয়ার কথা জানিয়ে দেন তিনি। এর ফলে ২০১৮ বিশ্বকাপের আগে নতুন কোচ নিয়োগের জন্য মাত্র কয়েকমাস সময় পাবে অস্ট্রেলিয়া। তবে দায়িত্ব ছাড়ার ব্যাপারে কোন কারণ ব্যাখ্যা করেননি ৫২ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই কোচ। যদিওবা তার পদত্যাগের জল্পনা-কল্পনার শুরুটা হয়েছিল বেশ আগে থেকেই। ৫ বছরের চুক্তির মেয়াদ শেষ করে অসি কোচের এই আবেগঘন বিদায়টি বিশ্বকাপগামী এশীয় চ্যাম্পিয়নদের কিছুটা যে বিপাকে ফেলে দিয়েছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। কারণ আগামী জুন ও জুলাই মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে আগের তুলনায় ভাল করার প্রত্যাশা করছিল দলটি। ২০১৪ সালের বিশ্বকাপে গ্রুপপর্বের তিন ম্যাচের সবকটিতেই হেরেছিল অস্ট্রেলিয়া। জাতীয় দল ছেড়ে দেয়া পোস্তেকোগলু তার ভবিষ্যত পরিকল্পনার কথা না জানালেও কোন একটি ক্লাবের দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। তার মতে এটিই দল ছেড়ে দেয়ার সঠিক সময়।
×