ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শারাপোভার বিরুদ্ধে তদন্ত

প্রকাশিত: ০৬:২৯, ২৫ নভেম্বর ২০১৭

শারাপোভার বিরুদ্ধে তদন্ত

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ফেঁসে যাচ্ছেন মারিয়া শারাপোভা। ভারতে একটি আবাসন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তার নাম। দিল্লীর পুলিশের কাছে রাশিয়ান টেনিসের এই গ্ল্যামার গার্লের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেন পীযূয সিং নামের এক আইনজীবী। এরই মধ্যে তদন্তও শুরু করতে মাঠে নেমেছে পুলিশ। ঘটনাটা ২০১২ সালের নবেম্বরের। সেবার ভারত সফরে এসেছিলেন শারাপোভা। সে সময় হোমস্টিড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সংস্থার হয়ে ‘ব্যালে বাই মারিয়া শারাপোভা’ নামে একটি বিলাসবহুল আবাসনের গুণাগুণের প্রচারে নামেন পাঁচটি গ্র্যান্ডস্লাম জয়ী এই টেনিস তারকা। এরপরই সংস্থাটি তার ঐ প্রচার ভাঙ্গিয়ে মানুষের মনে বিশ্বাস স্থাপন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সংস্থার আবাসনে ফ্ল্যাট কেনার জন্য টাকা জমা দিয়েছিলেন আইনজীবী পীযূষ সিংও। অনেকের সঙ্গে একইভাবে তিনিও প্রতারিত হন। তারপরই পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন তিনি। তার দাবি এর প্রচারে যদি শারাপোভা না নামতেন তাহলে কেউ ফ্ল্যাট কিনতো না। আমরাও প্রতারিত হতাম না। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা শারাপোভা ডোপ টেস্টের নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছরেই কোর্টে ফেরেন। কিন্তু এখন পর্যন্ত স্বরূপে ফিরতে পারেননি তিনি। তবে হাল ছাড়তে নারাজ শারাপোভা। নতুন মৌসুমে নতুন উদ্যমে ফেরার প্রত্যয় রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্লের।
×