ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে ৯ ভূয়া প্রাথমিক সমাপণী পরীক্ষার্থী আটক

প্রকাশিত: ২৩:৪৬, ২৩ নভেম্বর ২০১৭

শেরপুরে ৯ ভূয়া প্রাথমিক সমাপণী পরীক্ষার্থী আটক

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের শ্রীবরদীতে একই প্রতিষ্ঠানের ৯ ভূয়া প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার্থীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিনের উপস্থিতিতে থানা পুলিশ শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার চরশেরপুর বালুঘাট মডেল স্কুলের শিক্ষার্থী আপন, লিপি, স্বপন-১, স্বপন-২, সবুজ, সজীব, ফজলুল হক, রাজীব ও সাব্বির। তারা ওই স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী হয়েও শ্রীবরদীর বিভিন্ন স্কুলের নাম ব্যবহার করে পরীক্ষায় অংশ নিচ্ছিল। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে দেওয়া হলে বিকেলে তিনি ওই ভূয়া পরীক্ষার্থীদের বহিস্কার দেখিয়ে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদ- দিয়ে অভিভাবকদের হেফাজতে ছেড়ে দেন। জানা যায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর বালুঘাট মডেল স্কুলের অধ্যক্ষ ও স্বত্ত্বাধিকারী রেজাউল করিম সাদা অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পরীক্ষার ফলাফল ভাল করে দেয়ার প্রতিশ্রুতি দেন এবং ওইসব শিক্ষার্থীর জায়গায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি দেওয়ায়।
×