ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নতুন ডাটা সেন্টার চালু করেছে আমরা নেটওয়ার্ক

প্রকাশিত: ০৬:০৬, ২৩ নভেম্বর ২০১৭

নতুন ডাটা সেন্টার চালু করেছে আমরা নেটওয়ার্ক

সর্বাধুনিক সুবিধা সম্পন্ন ‘স্টেট অব দ্য আর্ট’ ডাটা সেন্টার চালু করেছে শেয়ারবাজার তালিকাভুক্ত আমরা নেটওয়ার্ক। বুধবার সেন্টারটির কার্যক্রম শুরু“করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউ, বনানীতে এ ডাটা সেন্টার চালু করেছে। এ ডাটা সেন্টার নির্মাণে কোম্পানিটির ব্যয় হয়েছে ১২ কোটি ৮০ লাখ টাকা। ডাটা সেন্টারটিতে উন্নত সার্ভার অবকাঠামো, মাল্টি জোন, অগ্নি সুরক্ষাসহ অন্যান্য সুবিধা রয়েছে। ব্যাংক, বীমা, টেলিকম কোম্পানিসহ অন্য কোম্পানিগুলোর প্রয়োজনীয় চাহিদা পূরণ করা যাবে এই ডাটা সেন্টারের মাধ্যমে। -অর্থনৈতিক রিপোর্টার দুই কোম্পানির এজিএমের তারিখ পিছিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পেছানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হলো : শ্যামপুর সুগার এবং জিলবাংলা। জানা গেছে, শ্যামপুর সুগারের এজিএম ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৪ ডিসেম্বর, বেলা ১১টায় এবং জিলবাংলার এজিএম ৮ ডিসেম্বরের পরিবর্তে ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। কোম্পানি দুইটির এজিএমের স্থান অপরিবর্তিত থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×