ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সীমান্ত হাটে লোকসানে বাংলাদেশী ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:১৩, ১৩ নভেম্বর ২০১৭

সীমান্ত হাটে লোকসানে বাংলাদেশী ব্যবসায়ীরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটে ভারতীয় ক্রেতা কম আসায় লোকসান গুণতে হচ্ছে দেশীয় ব্যবসায়ীদের। এতে সীমান্ত হাটে বাণিজ্য ঘাটতির পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। বাজার তদারকির পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রশাসন। দুর্গম এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর উৎপাদিত পণ্য বাজারজাত করার মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে এমন চিন্তা থেকেই ২০১৫ সালের ১১ই জুন থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার তারাপুর সীমান্তের শূন্য রেখায় চালু হয় সীমান্ত হাট। সেই থেকে প্রতি রবিবার বসে এ সীমান্তের হাট। শুরুতে হাটে উভয় দেশের ক্রেতাদের উপস্থিতি বেশি থাকলেও বর্তমানে ভারতীয় ক্রেতা কমে গেছে আশঙ্কাজনকভাবে। এতে লাভবান হতে পারছেন না বাংলাদেশী ব্যবসায়ীরা। এদিকে হাটে ভারতীয় ব্যবসায়ীরা তাদের পণ্যের চাহিদা বেশি থাকার সুযোগে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশী ক্রেতারা। -অর্থনৈতিক রিপোর্টার
×