ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহাখালীর রাস্তার বেহাল দশা

প্রকাশিত: ০৩:৫৯, ১১ নভেম্বর ২০১৭

মহাখালীর রাস্তার বেহাল দশা

স্টাফ রিপোর্টার ॥ দেশের স্বাস্থ্য খাতের বড় বড় প্রতিষ্ঠান মহাখালী এলাকায়। কিন্তু সেখানকার রাস্তা এতটাই বেহাল যা দেখলে অনেকটা আঁতকে ওঠার মতো অবস্থা। সিটি কর্পোরেশন আর গণপূর্ত বিভাগের বিরোধের দোলাচলে দুর্ভোগ পোহাচ্ছে জনগণ। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীর সাততলা। এখানে রয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়সহ দেশের স্বাস্থ্য খাতের বড় বড় প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিকমানের গবেষণা কেন্দ্র এবং হাসপাতাল। আর মানুষ জীবন বাঁচানোর তাগিদে এসব হাসপাতালে ছোটেন। বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার মানুষ। সম্প্রতি এক কোটি ষাট লাখ টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ শুরু হয়। কিন্তু বেঁধে দেয়া সময় শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়নি। এছাড়া অসমাপ্ত বিশৃঙ্খল কাজের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। এই অবস্থায় ভুক্তভোগীরাই নিজ খরচে রাস্তা কোন রকম চলাচল উপযোগী করে নিয়েছেন। এদিকে দায়িত্বে থাকা গণপূর্ত কর্মকর্তারাও নিজেদের পক্ষেই সাফাই গাইলেন। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গণি জানান, রাস্তাটি তাদের কাছে হস্তান্তর করলে তাড়াতাড়ি ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে স্থানীয় সরকার গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা।
×