ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বেলজিয়ামে কাতালান নেতা পুজদামনের জামিন

প্রকাশিত: ০৫:১০, ৭ নভেম্বর ২০১৭

বেলজিয়ামে কাতালান নেতা পুজদামনের জামিন

স্পেনের কাতালোনিয়া অঞ্চলের বরখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পুজদামন ও তার চার মন্ত্রীকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন বেলজিয়ামের এক বিচারক। সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন বেলজীয় এক কৌঁসুলি। বেলজিয়ামে আশ্রয় নেয়া পুজদামন ও তার সঙ্গী সাবেক চার কাতালান মন্ত্রীকে গ্রেফতারে স্পেনের সর্বোচ্চ আদালত ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করার পর রবিবার ব্রাসেলসে বেলজীয় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন তারা। স্পেনে তাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও সরকারী তহবিলের অপব্যবহার অভিযোগ আনা হয়েছে। বেলজীয় ওই বিচারক জানান, আগামী ১৫ দিনের মধ্যে তাদের ফের আদালতে হাজিরা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া তারা বেলজিয়াম ত্যাগ করতে পারবেন না। পাশাপাশি আদালতকে তাদের বেলজিয়ামের আবাসস্থলের বিস্তারিত জানাতে আদেশ দেয়া হয়েছে। পুজদামন বাদে বাকি চারজন হলেন তার সাবেক সরকারের কৃষিমন্ত্রী মেরিটজেল সেরেট, স্বাস্থ্যমন্ত্রী এ্যান্টনি কমিন, সংস্কৃতিমন্ত্রী লুইজ পুইজ ও শিক্ষামন্ত্রী ক্লারা পনসাতি। খবর বিবিসির। গত ২৭ অক্টোবর কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীতার ঘোষণা আসার পর আঞ্চলিক সরকার ভেঙ্গে দিয়ে সেখানে সরাসরি কেন্দ্রের শাসন জারি করে স্পেন। সেই সঙ্গে পুজদামন ও তার মন্ত্রীদের বরখাস্ত করা হয়। এরপর কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী এই নেতাদের বিরুদ্ধে স্পেনের আদালতে সরকারী তহবিল তছরুপ, বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। কিন্তু তার আগেই চার সহযোগীকে নিয়ে বেলজিয়ামে চলে যান পুজদামন। আদালতের সমন জারি হওয়ার পর হাজির না হওয়ায় গত শুক্রবার স্পেনের এক বিচারক ওই পাঁচজনের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
×