ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগরীর ভোগান্তি ভাঙ্গা রাস্তাঘাট

প্রকাশিত: ০৫:৫৮, ৪ নভেম্বর ২০১৭

চট্টগ্রাম নগরীর ভোগান্তি ভাঙ্গা রাস্তাঘাট

স্টাফ রিপোর্টার ॥ বন্দরনগরী চট্টগ্রামের বড় সমস্যার নাম জলাবদ্ধতা হলেও সেটি ছাপিয়ে এখন প্রধান ভোগান্তির কারণ ভাঙ্গা রাস্তাঘাট। নগরীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ সড়কই অসংখ্য খানাখন্দে ভরা। অর্থ সঙ্কটের অজুহাতে ক্ষতিগ্রস্ত এসব সড়ক মেরামত করছে না সিটি কর্পোরেশন। এরমধ্যে টাকা যোগাড়ের অজুহাতে বাড়ানো হয়েছে হোল্ডিং ট্যাক্স। ফলে, ক্ষুব্ধ নগরবাসী। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সসেস রোডটির দুরবস্থা চরমে। ব্যস্ততম এই সড়কটিতে যত দূর চোখ যায় শুধু বড় বড় গর্ত। বিধ্বস্ত এই সড়কের অবস্থা এমন দাঁড়িয়েছে যাতে যানবাহন নয় হেঁটে চলাচলও কষ্টকর। সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যানবাহন আর নগরবাসী। তবে এটি মেরামত কবে হবে সেটির অপেক্ষা যেন শেষ হচ্ছে না তাদের। সিটি কর্পোরেশনের হিসাবে, এবারের বর্ষায় নগরীর ৩০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মেরামতে কোন গতি নেই। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে সরকারের কাছে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছেন মেয়র। যদিও তা মেলেনি এখনও। বলা হচ্ছে, সড়ক মেরামতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে চাহিদা অনুযায়ী বরাদ্দ পাচ্ছে কর্পোরেশন। এই যেমন, নগরীর জলাবদ্ধতা নিরসনে বহদ্দারহাটে একটি নতুন খাল খনন প্রকল্প ২০১৪ সালে একনেক অনুমোদন দিলেও অর্থের অভাবে কাজই শুরু করা যায়নি। তবে মানুষের এ দুর্ভোগ কমাতে না পারলেও সরকারী বরাদ্দের ঘাটতি মেটাতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধিকেই অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন সিটি মেয়র। হোল্ডিং ট্যাক্স বাড়ানো নিয়ে এখন করদাতাদের মুখোমুখি তিনি। নতুন নিয়মে কর আদায়ে মেয়রের বিরোধিতায় মাঠে নেমেছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন সংগঠন।
×