ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাস্তা ও ড্রেনের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে কুমিল্লার নাগরিকরা

প্রকাশিত: ০৫:৫৭, ৪ নভেম্বর ২০১৭

রাস্তা ও ড্রেনের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে কুমিল্লার নাগরিকরা

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের প্রাচীন শহরের একটি কুমিল্লা। এখানেই রয়েছে ময়নামতি। যদিও শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ কুমিল্লা এখন একটি অপরিকল্পিত নগরী। যত্রতত্র আট-দশ তলা ভবন, কিন্তু রাস্তা ও ড্রেনের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নাগরিকরা। তাদের প্রত্যাশা, সমস্যা চিহ্নিত করে খুব শীঘ্রই কুমিল্লা শহরকে তার ঐতিহ্য ফিরিয়ে দেয়া হবে। ১৪৭ বছরের প্রাচীন শহর কুমিল্লাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় ২০১১ সালে। যাতে খুশির ঝলক ছড়িয়ে পড়ে গোটা কুমিল্লায়। পরিকল্পিতভাবে গড়ে ওঠবে ময়নামতি.. এমন আশায় বুক বাধে নগরবাসী। কিন্তু সেই আশা ভঙ্গ ৬ বছরেই। এই সময়ে নগরীর ২৭ ওয়ার্ডে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বহুতল ভবন। মানা হয়নি কোন বিল্ডিং কোড। তৈরি হয়নি প্রশস্ত রাস্তা, সংস্কার হয়নি ড্রেনেজ ব্যবস্থাও। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, জবাবদিহিতা না থাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠছে বহুতল ভবন। জবাবে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জানান, লোকবলের অভাবে ঠিকমতো মনিটরিং করা যাচ্ছে না। তারপরও অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে দাবি তার। এখন থেকে ভবন নির্মাণে ১১টি সংস্থার অনুমতি নিতে হবে বলে জানালেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র। নগরবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কুমিল্লাকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা হবে।
×