ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে অগ্রগতি

প্রকাশিত: ০৫:২৩, ১ নভেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে অগ্রগতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনেও উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৩৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২৭ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫০৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিবিএস কেবল, ব্র্যাক ব্যাংক, আমরা নেটওয়ার্ক, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, সাইফ পাওয়ারটেক, এবি ব্যাংক ও স্কয়ার ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সালভো কেমিক্যাল, আরডি ফুড, ইনটেক, জাহিন টেক্স, পাওয়ার গ্রিড, ড্রাগন সোয়েটার, গোল্ডেন হার্ভেস্ট, প্রভাতি ইন্স্যুরেন্স, তসরিফা ইন্ড্রাস্টিজ ও এ্যাপোলো ইস্পাত। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সোস্যাল ইসলামী ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, গোল্ডেন সন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, প্রগেসিভ লাইফ, বিডি ওয়েল্ডিং, ফনিক্স ফাইন্যান্স, মডার্ন ডাইং ও সুহৃদ ইন্ড্রাস্টিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৪০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, সাইফ পাওয়ারটেক, এনসিসি ব্যাংক, বিবিএস কেবল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আমরা নেটওয়ার্ক ও জেনারেশন নেক্সট ফ্যাশন।
×