ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ০৫:৪৩, ৩১ অক্টোবর ২০১৭

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৫

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩০ অক্টোবর ॥ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবগঠিত ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। রবিবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৯ অক্টোবর ‘রাজনীতিমুক্ত’ এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দশ সদস্যের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সজিব তালুকদারকে সভাপতি এবং সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি গঠনের পর থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িঘর ও দোকানপাটে হামলা চালানো হয়েছে। এ সময় একটি গাড়িও ভাংচুর করা হয়। এতে ১০ জন আহত হয়েছে। পুলিশ বলছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে।তবে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে আড়াইহাজার বাজার ও বগাদী এলাকায়। জানা গেছে, আড়াইহাজার বাজারের রড সিমেন্টের ব্যবসায়ী মাসুম মিয়া ও জুতা ব্যবসায়ী আব্বাছ আলীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাদের হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা মালামাল লুট করে ও দোকানে তালা দিয়ে বন্ধ করে দেয়। এর পর সন্ত্রাসীরা বগাদী এলাকায় আনোয়ার, হানিফ মিয়া, মানিক, ফারুক ও তাহের আলীর বাড়িতেও হামলা চালায়।
×