ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সেমিনারে তথ্য

উচ্চগতির বিডিরেন ৩৪ ভার্সিটিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা দিচ্ছে

প্রকাশিত: ০৫:৩৬, ৩১ অক্টোবর ২০১৭

উচ্চগতির বিডিরেন ৩৪ ভার্সিটিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা দিচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও গবেষকরা বিডিরেন প্রদত্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে উপকৃত হচ্ছে। বিশ্বায়নের এ যুগে বিশ্বজ্ঞান ভাণ্ডারের সঙ্গে যুক্ত ইন্টারনেট কানেক্টিভিটির কোন বিকল্প নেই। বিডিরেন ইন্টারনেট সংযোগ টেকসই করতে হবে এবং এর জন্য আরও বেশি আলোচনার প্রয়োজন রয়েছে। সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী ‘স্ট্রাটেজিস ফর সাসটেন্যাবল রিসার্চ এ্যান্ড এ্যাডুকেশন নেটওয়ার্ক’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, আমরা কোন প্রতিষ্ঠানকে পিছিয়ে রাখতে চাই না। অনেক পরে হলেও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি। পর্যায়ক্রমে সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যেও সমন্বয় সাধন করা হবে। ইউজিসির সদস্য অধ্যাপক আখতার হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরী, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত এনডিসি, বিশ^ ব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মোঃ মোখলেছুর রহমান, এনওটিআরডিইউনেটের সিইও রেনি বুচ, এশিয়া প্যাসিফিক এ্যাডভান্সড নেটওয়ার্কের এক্স-চেয়ার ড. সিমোন সি লিন ও বাংলাদেশ রিসার্চ এ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) সিইও একেএম হাবিবুর রহমান। সেমিনারে জানানো হয়, দেশের ৩৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিডিরেন উচ্চ গতিসম্পন্ন ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা দিচ্ছে। পর্যায়ক্রমে দেশের সরকারী- বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজগুলোতেও ইন্টারনেটের এ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ইউজিসির অধীন হায়ার এ্যাডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রকল্প। বিশ্বব্যাংকের অর্থায়নে এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মান্নান বলেন, শিক্ষার্থী-শিক্ষক ও গবেষকরা বিডিরেন প্রদত্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। বিশ্বায়নের এ যুগে বিশ্বজ্ঞান ভা-ারের সঙ্গে যুক্ত ইন্টারনেট কানেক্টিভিটির কোন বিকল্প নেই। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশে বর্তমানে বিডিরেন ব্যবহারকারীর সংখ্যা খুবই সীমিত। তিনি বেসরকারী বিশ^বিদ্যালয় ও জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিষ্ঠানকে বিডিরেন ইন্টারনেট সংযোগের আওতায় আনার জন্য ইউজিসিকে আহ্বান জানান। স্বচ্ছ নীতিমালা প্রণয়নের জন্যও তিনি বিডিরেনকে আহ্বান জানান। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সংযোগ স্থাপন হওয়ায় গবেষণা সংক্রান্ত বিষয়ে শিক্ষকরা এখন আর দায় এড়াতে পারবেন না। সকল বিশ্ববিদ্যালয় সমান সুযোগ পাবেন। একটা সময় ছিল যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে গবেষণা উপকরণ সহজ বিষয় ছিল না। এখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগ স্থাপন হওয়ায় এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা, ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয় সমন্বয় করতে পারবেন। জাফর ইকবাল বলেন, বিডিরেন ইন্টারনেট সংযোগকে টেকসই করতে হবে এবং এর জন্য আরও বেশি আলোচনার প্রয়োজন রয়েছে। বুয়েটে আট দফা দাবিতে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে একই সংগঠনের বুয়েটের কর্মীদের সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাসহ আট দফা দাবিতে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার বুয়েট ক্যাম্পাসে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। সংঘর্ষের ঘটনায় তৃতীয় দিনের মতো বুয়েটে ক্লাস বর্জন চলছে। এর আগে শুক্রবার রাতে ঢাবি ও বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীর মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে সাদমান নামে বুয়েটের এক ছাত্রলীগ কর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনার জেরে শনিবার আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া,পাল্টাধাওয়ার ঘটনার সূত্রপাত নিয়ে নানা ধরনের কথা শোনা গেছে। কেউ কেউ বলছে, বৃহস্পতিবার রাতে গাঁজা সেবন নিয়ে জহুরুল হক হলের ছাত্রলীগের কর্মীদের সঙ্গে বুয়েট ছাত্রলীগের কর্মীদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে শুক্রবার বিকেলে জহুরুল হক হলের ছাত্রলীগ কর্মী ইমরানকে বুয়েট ক্যাম্পাসে আটকে রাখেন সেখানকার ছাত্রলীগের কর্মীরা। বিষয়টি জানতে পেরে ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের কর্মীরা ইমরানকে যখন ছাড়িয়ে আনতে যান তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, পলাশী এলাকায় একটি দোকানে রুটি খাওয়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অপর একটি সূত্র জানিয়েছে, গায়ে ধাক্কা লাগা নিয়ে বিরোধের জেরে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে ধাওয়া,পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
×