ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আইএইএ প্রধানের বৈঠক

প্রকাশিত: ০৩:৩৮, ৩০ অক্টোবর ২০১৭

ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আইএইএ প্রধানের বৈঠক

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানো তেহরান সফরে এসেছেন। ইরানের সরকারী বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের ভাইস প্রেসিডেন্ট আলী আকবর সালেহির সঙ্গে রবিবার তিনি আলোচনা করেন। পরে ইরানী আনবিক শক্তি সংস্থার প্রধান বেহরুজ কামালবান্দীর সঙ্গে বৈঠক করেন ইউকিয়া আমানো। বৈঠক শেষে কামালবান্দী বলেন, ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের পথ চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়টি যেমন পরমাণু সমঝোতার কোথাও নেই, তেমনি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সম্পূরক প্রটোকলেও সে রকম কোন কথা লেখা নেই। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতাকে প্রত্যয়ন করবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয়ার পরপরই আইএইএ প্রধান ইউকিয়া আমানো এক বিবৃতি বলেন, আমি যেমনটি আগেও আইএইএয়ের বোর্ড অব গবর্নসকে বলেছি, ২০১৫ সালে সই হওয়া চূড়ান্ত পরমাণু সমঝোতার অধীনে ইরান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলছে এবং এখনও বলছি পরমাণু সমঝোতা বাস্তবায়নে তেহরান সহযোগিতা করে যাচ্ছে। -ইয়াহু নিউজ
×