ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় কমিউনিস্ট ও কট্টর বামপন্থীদের মধ্যে অনৈক্য

প্রকাশিত: ০৩:৫৫, ২৯ অক্টোবর ২০১৭

রাশিয়ায় কমিউনিস্ট ও কট্টর বামপন্থীদের মধ্যে অনৈক্য

সোভিয়েত যুগের গৌরবোজ্জ্বল দিনগুলো হয়ত অনেকের দেখা হয়নি, তবু রুশ কমিউনিস্ট পার্টির অনেক তরুণ সদস্য অক্টোবর বিপ্লবের এক শ’ বছর পূর্তি উপলক্ষে এখনও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন। রুশ পার্লামেন্টে সোভিয়েত ধাঁচের কমিউনিস্ট পার্টির সঙ্গে কট্টরপন্থী বামদলগুলোর দূরত্ব অনেক বেশি। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে (স্টেট ডুমা) কমিউনিস্ট পার্টি ৪২টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেখানে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য সংখ্যা ৪৪৮। দলীয় সংখ্যার আনুপাতিক হারে কমিউনিস্ট পার্টির অবস্থান পিছন দিকে হলেও তারা অতীত স্মৃতি রোমন্থন ও ভবিষ্যত স্বপ্ন দেখে বেঁচে আছেন। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং যুব আন্দোলনের প্রধান ভ্লাদিমির ইসাকভ বলেন, ইতিহাসের একজন ছাত্র হিসেবে তিনি সমাজতান্ত্রিক আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং পরবর্তীতে এই দলে যোগদান করেন। সোভিয়েত যুগের অর্জন সম্পর্কে বলতে গিয়ে ইসাকভ বলেন, বলশেভিক বিপ্লব না হলে আমরা মহাশূন্যে প্রথম নভোচারি পাঠাতে পারতাম না এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জয়লাভ করতে পারতাম না। আজ রাশিয়া বিশ্বের দু’টি পরাশক্তির একটি। এই বিপ্লবের জন্যই তা অর্জিত হয়েছে। সোভিয়েত শাসনামলে কমিউনিস্ট পার্টির যুব অঙ্গ সংগঠনের নাম ছিল কোমসোমল। সে সময় এর সদস্য সংখ্যা ছিল অগণিত। বর্তমানে তা সর্ব সাকল্যে ২১ হাজারের মতো এসে দাঁড়িয়েছে। ইসাকভের বক্তব্য অনুযায়ী কোমসোমল সদস্যদের অধিকাংশের বয়স ২০-এর কোঠায় এবং তারা ইতোমধ্যেই সমাজের বিচারহীনতা ও বৈষম্য সম্পর্কে সচেতন হয়ে উঠছে। কিন্তু কমিউনিস্টদের মধ্যে ইদানীং পরস্পরবিরোধী আচরণের সমন্বয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারা সাধারণত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনামুখর থাকে। কিন্তু মস্কো যখন ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিল, তখন তারা এর প্রতিবাদ না করে বরং উৎসাহের সঙ্গে সমর্থন যুগিয়েছে। -এএফপি
×