ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা মাদারীপুর পৌরসভায়

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ অক্টোবর ২০১৭

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা মাদারীপুর পৌরসভায়

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় মাদারীপুর পৌরসভায়। কয়েক ঘণ্টার বৃষ্টির পানি নামতে সময় লাগে এক সপ্তাহেরও বেশি। এতে নানা দুর্ভোগ ও বিড়ম্বনার শিকার হচ্ছেন পৌরবাসী। বর্ষার শুরু থেকে এ সমস্যার শুরু হলেও তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেই বলে অভিযোগ এলাকাবাসীর। কর্তৃপক্ষ বলছে, সঙ্কটের স্থায়ী সমাধানে সময় লাগবে। বাড়ির আঙ্গিনা, ঘরের ভেতর কিংবা রাস্তাঘাট, যেদিকেই চোখ যায় হাঁটু সমান পানি। এ দুর্ভোগ মাদারীপুরের পৌরবাসীর। সামান্য বৃষ্টিতে পুরো শহর তলিয়ে যাওয়ার দৃশ্য এখন নিত্যদিনের। স্কুল-কলেজ এমনকি সরকারী-বেসরকারী অফিসগুলোও এর বাইরে নয়। জলাবদ্ধতা দূর করার জন্য ৪০টি ড্রেন নির্মাণ করা হয়েছে এবং ১৬ কোটি টাকা ব্যয়ে আরও ১০টি ড্রেনের কাজ চলছে। তবুও কেন এই জলাবদ্ধতা তা নিয়েই প্রশ্ন এলাকাবাসীর। তবে, সময় সাপেক্ষ হলেও দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস মিলেছে প্রশাসনের কাছ থেকে। ১৮৭৫ সালে নির্মিত এই পৌরসভার নাগরিক সমস্যা সমাধানে জরুরী ব্যবস্থা নেয়ার দাবি বাসিন্দাদের। -স্টাফ রিপোর্টার
×